চিনি থেকে ময়দা, এপ্রিলে রেশনে থাকছে রমজান উপহার, কী কী মিলবে জেনে নিন

নিজস্ব প্রতিবেদন : রেশন (Ration) ভারতের প্রায় অধিকাংশ মানুষের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্য দিয়ে দেশের ৮০ কোটির বেশি মানুষ বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। দেশে বহু মানুষ রয়েছেন যাদের কাছে এই রেশন ব্যবস্থার মধ্য দিয়ে পাওয়া খাদ্য সামগ্রী দিয়েই দিন চলে।

রেশনের গুরুত্বের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড চালু করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির এই সকল রেশন কার্ডে আলাদা আলাদা পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হয়। কোন মাসে কত পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে তা পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়। যাতে করে কেউ না ঠকেন।

অন্যদিকে এখন রমজান মাস চলার কারণে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে স্পেশাল প্যাকেজ (Ration Special Package For Ramadan) দেওয়া হবে। রমজান মাসে রাজ্য সরকারের তরফ থেকে ভর্তুকিতে দেওয়া হবে চিনি, ছোলা এবং ময়দা। যদিও এই সুবিধা সমস্ত গ্রাহকদের দেওয়া হবে না। এই সুবিধা পাবেন কেবলমাত্র অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশনকার্ড গ্রাহকরা। এই সুবিধা দেওয়া শুরু হয়েছে ২৪ মার্চ এবং তা চলবে ২১ এপ্রিল পর্যন্ত।

রমজান মাসে এই যে স্পেশাল প্যাকেজ দেওয়া হচ্ছে তার মধ্যে অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) কার্ড হোল্ডাররা পরিবার প্রতি এক কেজি করে চিনি পাবেন। ১ কেজি করে চিনির জন্য তাদের দিতে হবে ৩২ টাকা। এছাড়াও পরিবার প্রতি দেওয়া হবে এক কেজি ছোলা এবং তার জন্য দিতে হবে ৪৯ টাকা। পরিবার প্রতি এক কিলো করে ময়দা দেওয়া হবে এবং তার মূল্য দিতে হবে ৩০ টাকা।

অন্যদিকে অন্ত্যোদয় অন্নযোজনা কার্ড হোল্ডাররা যেমন ১৩ টাকা ৫০ পয়সা কিলো দরে চিনি পাচ্ছেন তাও পাবেন। কিন্তু রমজান মাসের জন্য যে বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে সেই প্যাকেজের চিনি নিতে হলে ৩২ টাকা দিতে হবে।