রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডে জড়িত রাজ্যের প্রাক্তণ মন্ত্রী! আঙুল তুললেন মিহিলাল

নিজস্ব প্রতিবেদন : গত মার্চ মাসের ২১ তারিখ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বীরভূমের রামপুরহাটে। রামপুরহাটের বগটুই গ্রামের এই নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারান মহিলা, শিশু মিলিয়ে ৯ জন। এই ঘটনায় প্রথম থেকেই আঙ্গুল তোলা হচ্ছিল এলাকার প্রাক্তন ব্লক সভাপতি আনারুল হোসেনের দিকে। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এবার এই ঘটনায় মিহিলাল সরাসরি আঙুল তুললেন রাজ্যের প্রাক্তণ মন্ত্রীর দিকে।

মঙ্গলবার সর্বহারা পরিবারের সদস্য মিহিলাল শেখ অভিযোগ করেন, এই ঘটনায় সরাসরি যুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি। মিহিলাল শেখ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘যারা আমাদের পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যা করলো তারা আজ জেলে বসে বিয়ার খাচ্ছেন। তাদের জন্য বাইরে থেকে খাবার যাচ্ছে। এগুলো সব করাচ্ছেন আশীষ ব্যানার্জি।”

এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, ভোটের সময় আশিস ব্যানার্জি আমাদের সঙ্গে ভাই ভাই করে সম্পর্ক তৈরি করতে এসেছিলেন। কিন্তু পরে কোনো ঝামেলার মীমাংসা করার জন্য গেলে আমাদের চিনতেই পারতেন না। লাথ মেরে আমাদের বের করে দিতেন। এর পাশাপাশি তার মারাত্মক অভিযোগ, আশীষ ব্যানার্জিই নাকি আনারুলকে বলিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন।

বগটুই কাণ্ডের পর এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত আনারুল হোসেনের সঙ্গে আশীষ ব্যানার্জির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই কথা আগেই বলেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এমনকি অনুব্রত মণ্ডলকে দেওয়া একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়। যাতে লেখা ছিল, আশীষ ব্যানার্জির অনুরোধেই ব্লক সভাপতি হিসেবে রাখা হয়েছিল আনারুল হোসেনকে। এমনটা স্বীকার করতেও দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে। আর এবার সেই একই কথা শোনা গেল মিহিলাল শেখের মুখ থেকেও।

মিহিলাল শেখ দাবি করেছেন, “আশীষ ব্যানার্জি আর আশিস ব্যানার্জির ভাইপোর সমু আমাদের উপর চরম অত্যাচার করেছেন। আশীষ ব্যানার্জি এখন আনারুলকে গাইড করছেন। আনারুলকে ব্লক সভাপতি ওই রেখে দিয়েছিলেন। যদিও মিহিলালের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি। এর পাশাপাশি তিনি এগুলিকে কারোর শেখানো বুলি বলেও দাবি করেছেন।