নিজস্ব প্রতিবেদন : ভারতে যেমন গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবা ঠিক সেইরকমই বিশ্বের উন্নত অধিকাংশ দেশেই গণপরিবহনের মেরুদন্ড রেল। তবে পরিকাঠামো এবং অন্যান্য বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দেশের রেল নেটওয়ার্ক বিভিন্ন মানের হয়ে থাকে। বর্তমানে ভারতীয় রেল (Indian Railways) হল বিশ্বের চতুর্থ বড় রেল নেটওয়ার্ক।
রেল পরিষেবার দিক দিয়ে বিশ্বের বেশ কিছু দেশ রয়েছে যারা অনেক আগে এগিয়ে গিয়েছে। সেই সকল দেশে বুলেট ট্রেনের মত দ্রুতগামী ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গা ছুটে চলেছে। তবে সেই সকল দেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারত তো দিন দিন এগিয়ে চলেছে। ভারতের ইতিমধ্যেই বিভিন্ন ট্র্যাকে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে, আগামী দিনে ভারতের মাটিতে ছুটবে বুলেট ট্রেন (Bullet Train)।
উন্নত পরিষেবার পাশাপাশি যদি গতির দিকে নজর রাখা হয় তাহলে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেন রয়েছে চিনে (China)। তাদের তরফ থেকে দাবি করা হয়, তাদের দেশের ট্রেন ঘন্টায় ৬০০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। এই ট্রেনটি হল CR400 Fuxing। যদিও বিভিন্ন রিপোর্ট তা দাবি করে না।
বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, Siemens Velaro E/AVs 103, যে ট্রেনটি স্পেনে চলে সেটি হল বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেন। এই ট্রেনটির গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ৪০০ কিলোমিটার। যদিও বাণিজ্যিকভাবে চালানোর ক্ষেত্রে এর গতিবেগ তোলা হয় ঘন্টায় ৩৫০ কিলোমিটার।
এই তালিকায় দ্বিতীয় স্থানে যে ট্রেনটি রয়েছে সেটি হল TGV POS। এই ট্রেনটি ফ্রান্সে চলে এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩২০ কিলোমিটার।
CRH380A Hexie, চীনে চলে এই ট্রেনটি এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩৮০ কিলোমিটার এবং বাণিজ্যিকভাবে চলাচলের ক্ষেত্রে এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩৫০ কিলোমিটার।
Shanghai Maglev নামে ট্রেনটিও চিনে চলাচল করে থাকে এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪৩১ কিলোমিটার হলেও গড় গতিবেগ ঘন্টায় ২৫০ কিলোমিটার।
Hemu -430 X ট্রেনটি সাউথ কোরিয়ায় চলাচল করে এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২২২ কিলোমিটার হলেও পরিষেবা দিয়ে থাকে ঘন্টায় ১৮০ কিলোমিটার গতিবেগে।
এই তালিকায় বিশ্বের আরও অনেক ট্রেনের নাম রয়েছে, নাম রয়েছে জাপানের মত দেশের Shinkansen H5 and E5 ট্রেনের, নাম রয়েছে জার্মানির Deutsche Bahn ICE ইত্যাদি বিভিন্ন দেশের বিভিন্ন ট্রেনের। এই সকল ট্রেনের গতিবেগ নজর কাড়া। আর যখন ভারতের মাটিতে বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করছে সেই সময় অনেকের মনেই প্রশ্ন গতিবেগের দিক দিয়ে এই ট্রেনটি বিশ্বে কত নম্বরে?
ভারতের মাটিতে চলা বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার। যদিও পরিষেবার সময় ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিবেগে যাতায়াত করে। গড় গতিবেগ যদি ধরা হয় তাহলে তা ঘন্টায় ৮০ কিলোমিটারের কোন। সুতরাং স্পষ্ট বন্দে ভারত এক্সপ্রেস বিশ্বের দ্রুতগামী ট্রেনগুলির তালিকায় আসে না।