বন্দে ভারত ভুলে যান, আসছে দ্রুতগতির নয়া ট্রেন, ছুটবে এই রুটে

Published on:

Advertisements

বন্দে ভারত নিয়ে এখনও দেশজুড়ে আগ্রহ তুঙ্গে। ভারতের এই সেমি হাই স্পিড ট্রেন ভারতীয় রেলের (Indian Railways) গর্বের প্রতীক, এমনটাই বলেন অনেকে। একটা সময় রাজধানীকে টেক্কা দিয়েছিল দুরন্ত এক্সপ্রেস। এবার সেই প্রতিযোগিতার মুখোমুখি বন্দে ভারত (Vande Bharat Express)। বন্দে ভারত হতে চলেছে অতীত। ভারতীয় রেলে শুরু হতে চলেছে নতুন একটি ট্রেন। যা ভারতের বর্তমান সেমিহাইন্ড স্পিড ট্রেনকে ব্যাপক প্রতিযোগিতার মুখোমুখি করাতে পারে।

Advertisements

গাজিয়াবাদ হয়ে দিল্লি এনসিআর এবং মিরাটের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে নতুন এই ট্রেনটি ভারতের মধ্যে প্রথম আঞ্চলিকভাবে দিল্লিতে শুরু হবে এই ট্রেনের পরিষেবা। যদিও এই পরিষেবা কবে থেকে শুরু হবে, তা পরিস্কার করা হয়নি। তবে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন ইতিমধ্যেই এই ট্রেন পরিষেবার নামকরণ করেছে। দেশের প্রথমেই আধা হাই স্পিড ট্রেন দিল্লি এনসিআরের সঙ্গে যুক্ত করবে সংলগ্ন শহরগুলিকে।

Advertisements

সংস্থার কর্তাদের মতে, দিল্লি থেকে মিরাটে ৮৩ কিলোমিটার দীর্ঘ রাস্তা ভ্রমণের যে সময়সীমা, তা উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আনতে সক্ষম এই নতুন ট্রেন। এই ট্রেনের নতুন লুক তারুণ্যের প্রতীক, প্রতীক শক্তির। এই ট্রেন গতিশীলতার প্রতিনিধিত্ব করবে। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন ২০২৫ সালের মধ্যে সমগ্র দিল্লি-গাজিয়াবাদ-মিরাট করিডোর জনসাধারণের জন্য চালু করার লক্ষ্যমাত্রা নিচ্ছে৷ এর আগে এটি নির্ধারিত সময়ের আগেই ২০২৩ সালে সাহিবাদাবাদ এবং দুহাইয়ের মধ্যে একটি ১৭ কিলোমিটার দীর্ঘ অগ্রাধিকার বিভাগ চালু করবে৷

Advertisements

সংস্থা সূত্রে খবর, নতুন ট্রেনটি চালু করছে আরআরটিএস। নতুন ট্রেনের নাম রাখা হয়েছে আর RAPIDX। RAPID শব্দের অর্থ দ্রুতগতি। গতিশীলতার প্রতীক এই ট্রেন সেজন্যই রেপিডেক্স নামে পরিচিতি পাবে দেশবাসীর কাছে। আঞ্চলিকভাবে পরিষেবা দেবে RAPIDX। যা গতি, লুক, ফিচারের দিক থেকে সহজে টেক্কা দেবে বন্দে ভারত এক্সপ্রেসকে।

Advertisements