গায়ের রং দেখেই ভয় লাগবে, আজব মাছ ঘিরে কৌতূহল বাড়ছে মুর্শিদাবাদে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক মাস ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় আজব আজব মাছ উদ্ধার হতে দেখা যাচ্ছে। এই সকল আজব মাছ আগেও উদ্ধার হয়নি এমন নয়, তবে বর্তমানে স্মার্টফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে খুব সহজেই সেই সকল বিরল মাছের খবর ছড়িয়ে পড়ছে চতুর্দিকে।

Advertisements

আজব সব মাছ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই দেখা গিয়েছে নদীয়া থেকে উত্তর ২৪ পরগনা সহ অন্যান্য বেশ কয়েকটি জেলায়। এরই মধ্যে এবার এই ধরনের আজব একটি মাছ উদ্ধার হতে দেখা গেল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে উদ্ধার হওয়া ওই মাছটিকে ঘিরে আট থেকে আশি সব বয়সের মানুষের মধ্যেই আলাদা কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।

Advertisements

মঙ্গলবার সন্ধ্যায় এমন আজব মাছটি ধরা পড়ে মুর্শিদাবাদে বড়ঞা থানার সমতরী গ্রামের একটি পুকুরে। ওই পুকুরে নবকুমার ঘোষ নামে এক ব্যক্তি ফাঁসি জাল দিয়ে মাছ ধরছিলেন এবং তখনই তার জালে ওই মাছটি ওঠে। মাছটি উদ্ধার হওয়ার পর সেটিকে তার বাড়িতে আনা হয় এবং সেখানেই এখন মাছটি রয়েছে। নবকুমার ঘোষ এবং তার বাড়ির লোকজন দাবি করেছেন, উৎসাহী লোকজন তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন এই মাছটি দেখার জন্য।

Advertisements

আজব যে মাছটি ওই মৎস্যজীবীর জালে ধরা পড়েছে সেই মাছটির রঙ দেখলেই ভয় পাবে। এমন মাছ খাওয়া তো দূরের কথা, তারা অদ্ভুত রঙের এই মাছটিকে নিয়ে চিন্তায়। এই ধরনের মাছ পুকুরের জলে দেখা যায় না বলেই জানা যাচ্ছে। মৎস্য বিশেষজ্ঞরা মনে করছেন, পুকুরে মাছের চারা ফেলার সময় কোনভাবেই এই প্রজাতির মাছের চারা ওখানে পড়ে যায়।

নব কুমার ঘোষের জালে উদ্ধার হওয়া মাছটির গোটা গায়ে কেমন কালো দাগ। হালকা হলুদের উপর কালো এই দাগ মাথার দিকে একরকম, শরীর এবং পাখনার দিকে অন্যরকম। ঠিক যেন মনে হচ্ছে সৌন্দর্যায়নের জন্য ওই মাছের গোটা শরীরে টাট্টু আঁকা হয়েছে। আজব এই মাছটি কি মাছ তা সম্পর্কে এখনো জানা যায়নি। তবে এলাকার মৎস্য বিশেষজ্ঞ নির্মাল্য দে জানিয়েছেন, এটি ক্রোকোডাইল প্রজাতির কোন মাছ হতে পারে।

Advertisements