নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরশুমে সরকার থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান দেশের মানুষদের মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে থাকে। সরকারের তরফ থেকে তাদের কর্মচারীদের কথা ভেবে বোনাস থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা চালানো হয়। তবে এসবের মধ্যে এবার একটি সরকারি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের মুখে হাসি ফোটালো পুজোর আগে। ওই ব্যাংকের তরফ থেকে স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিটে (FD) সুদের পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হল।
দেশের সাধারণ নাগরিকরা সবসময়ই তাদের কষ্টার্জিত টাকা যাতে সুরক্ষিত থাকে এবং তা থেকে সুদ পাওয়া যায় তার জন্য সেই টাকা তারা ব্যাংকে জমা রাখেন। ব্যাংকে জমা রাখার ক্ষেত্রে আবার গ্রাহকদের সব সময় খোঁজ নিতে দেখা যায় কোথায় বেশি সুদ পাবেন। ব্যাংক অথবা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের যে সকল স্কিম রয়েছে ফিক্সড ডিপোজিট অন্যতম একটি স্কিম। যেখানে সহজ পদ্ধতিতে বেশি সুদ পাওয়া যায়।
পুজোর আগে এর জন্য ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ বৃদ্ধি করার ঘোষণা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra)। এই ব্যাংকের তরফ থেকে তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের জন্য যে সুদের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তা আগামী ১২ অক্টোবর থেকে কার্যকর হবে। উৎসবের মরশুমের আগে ঠিক এইভাবে ফিক্সড ডিপোজিটের ওপর সুদের পরিমাণ বৃদ্ধি করাটা গ্রাহকদের কাছে সত্যিই খুশির খবর। চলুন দেখে নেওয়া যাক কত পরিমাণ সুদের হার বৃদ্ধি করা হলো এবং কোন কোন ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।
সরকারি এই ব্যাংকটির তরফ থেকে স্থায়ী আমানতের উপর ১.২৫ শতাংশ সুদের হার বৃদ্ধি করা হয়েছে। স্থায়ী আমানতের পাশাপাশি ব্যাংকের বিশেষ স্কিমে এই সুদের হার প্রযোজ্য হবে। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে ৪৬ থেকে ৯০ দিনের জন্য স্থায়ী আমানতে জমা রাখা টাকার উপর ১.২৫ শতাংশ বেশি সুদ পাওয়া যাবে। এছাড়াও এক বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রেও সুদের হার বৃদ্ধি করা হয়েছে।
ব্যাংকের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে বলা হয়েছে ৪৬ থেকে ৯০ দিন ছাড়াও এক বছরের ফিক্সড ডিপোজিটের ওপর সুদের পরিমাণ বৃদ্ধি পাবে ০.২৫ শতাংশ। এর ফলে এক বছরের আমানতে এখন গ্রাহকরা ৬.৫০ শতাংশ সুদ পাবেন, আগে যেখানে ৬.২৫ শতাংশ পাওয়া যেত। অন্যদিকে প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের থেকে ০.০৫ শতাংশ বেশি সুদ পাবেন। অন্যদিকে ২০০ থেকে ৪০০ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে সাত শতাংশের আকর্ষণীয় সুদ দেওয়া হবে।