রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক আরও সহজ, নয়া ব্যবস্থা খাদ্য দপ্তরের

নিজস্ব প্রতিবেদন : রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক না থাকলে আগামী দিনে আর রেশন সামগ্রী পাওয়া যাবে না। ইতিমধ্যেই রেশন গ্রাহকদের একাধিক রেশন দোকানের ডিলাররা এমনটা জানিয়ে দিয়েছেন। এমত অবস্থায় বহু রেশন গ্রাহক দুশ্চিন্তায় পড়েছেন। কারণ তারা এখনও অনেকেই এই গুরুত্বপূর্ণ কাজটি করিয়ে উঠতে পারেননি। তবে গ্রাহকদের এই দুশ্চিন্তা দূর করতে এবার নয়া ব্যবস্থা আনলো রাজ্য খাদ্য দপ্তর।

এই কাজে গতি আনতে রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে ই-কেওয়াইসি ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা সরাসরি রেশন দোকানে গিয়ে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক এবং বৈধতা যাচাইয়ের কাজ দুটি করা যাবে একসঙ্গে। রেশন দোকানে থাকা ই-পস মেশিনের মাধ্যমে আধার নির্ভর এই বায়োমেট্রিক প্রামাণ্যের কাজ দ্রুত হবে।

এর পাশাপাশি খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, যে সকল ব্যক্তিদের এখনো পর্যন্ত এই আধার লিঙ্ক করার কাজ সম্পূর্ণ হয়নি তাদের চিন্তা করার দরকার নেই। জুলাই এবং আগস্ট মাসে সমীক্ষকরা বাড়ি বাড়ি যাবেন। সমীক্ষকরা যে সময় বাড়ি যাবেন সেই সময় তাদের কাছেও এই কাজ করিয়ে নেওয়া যাবে। এর ফলে পরিবারের সকল সদস্যকে একসাথে রেশন দোকানে যাওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে কোন ব্যক্তি এবং তার পরিবার যদি রেশন দোকানে গিয়ে এই সংযুক্তিকরণের কাজটি করাতে চান তাহলে তাদের মাসের ৮ তারিখ থেকে যেকোনো দিন গেলেই হবে। কারণ লক্ষ্য করা গিয়েছে মাসের প্রথম সপ্তাহে রেশন সামগ্রী তোলার জন্য রেশন দোকানে খুব ভিড় হয়। তাই প্রথম সপ্তাহে এই সংযুক্তিকরণের কাজ থেকে রেশন ডিলারদের মুক্তি দেওয়া হয়েছে।