চুরি-চামারির দিন শেষ! বিনামূল্যের রেশন দেওয়ার নিয়মে এবার বদল আনছে সরকার!

নিজস্ব প্রতিবেদন : রেশন ব্যবস্থা (Ration) কতটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা তা দেশের অধিকাংশ মানুষেরই জানা রয়েছে। এই রেশন ব্যবস্থার মধ্য দিয়েই দেশের নিম্নবিত্ত মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে ন্যূনতম চাহিদা খাবারের যোগান দেওয়া হয়। রেশন ব্যবস্থার জন্য সরকারের তরফ থেকে প্রতিমাসে কোটি কোটি টাকা খরচ করা হয়। তবে এই রেশন ব্যবস্থাতেই বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ তুলতে দেখা যায়।

রেশন ব্যবস্থায় নেতা মন্ত্রীদের দুর্নীতির যোগসাজসের পাশাপাশি রেশন ডিলারদের বিরুদ্ধেও নানান ধরনের কারচুপির অভিযোগ ওঠে। আবার অসৎ গ্রাহকদের বিরুদ্ধেও নানান অভিযোগ তুলতে দেখা যায়। যেমন আসল গ্রাহকের বদলে অন্য কারো রেশনের খাদ্য সামগ্রী তুলে নেওয়া ইত্যাদি। ইতিমধ্যেই এই ধরনের কারচুপি ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হয়েছে। তবে তাতেও কোথাও যেন খামতি রয়ে গিয়েছে আর সেই খামতি ঠেকাতে পুরো ব্যবস্থাই আনা হচ্ছে বদল।

এবার নতুন যে নিয়ম চালু করা হচ্ছে তা হল আইরিশ স্ক্যান। অর্থাৎ রেশন বন্টন করার আগে গ্রাহকদের আইরিশ স্ক্যানারে চোখের মণি স্ক্যান করে রাখা হবে। তাতে যদি দেখা যায় রেশন নিতে আসা ব্যক্তি আসল গ্রাহক তবেই তার হাতে বিনামূল্যের চাল, ডাল, গম সহ অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করা হবে। সূত্র জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এই নিয়ম চালু হয়ে যাবে।

এই নিয়ম চালু করার পিছনে কি কারণ রয়েছে? রেশন ব্যবস্থায় সমস্ত ধরনের কারচুপি ঠেকানোর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে প্রত্যেকটি রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ করার নির্দেশ দেওয়া হয়। সেইমতো দেশের অধিকাংশ জায়গায় প্রয়োজনীয় এই কাজ হয়ে গিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই সংযুক্তিকরণের কাজ বাকি রয়েছে। তবে আগামী দিনেও সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

এখন অনেক ক্ষেত্রেই আধার লিঙ্ক হয়ে যাওয়ার পর বায়োমেট্রিক পদ্ধতিতে আসল গ্রাহককে যাচাই করার পর রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। কিন্তু কিছু কিছু গ্রাহক রয়েছেন যাদের বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ দেওয়ার ক্ষেত্রে নানান সমস্যা হচ্ছে। এই ধরনের গ্রাহকদের ক্ষেত্রে যাচাই করা সমস্যা হওয়ার পাশাপাশি বহু ক্ষেত্রেই তারা রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। যে কারণেই এবার আইরিশ স্ক্যান ব্যবস্থা চালু করা হচ্ছে। এছাড়াও রেশন দেওয়ার ক্ষেত্রে আরও একটি পদ্ধতি রয়েছে সেটি হল ওটিপি।