সুখবর, মদের জন্য আর দৌঁড়াতে হবে না মদের দোকানে, মিলবে বাংলার রেশনে!

নিজস্ব প্রতিবেদন : বাংলার সূরাপ্রেমীদের জন্য খুব তাড়াতাড়ি একটি সুখবর আসতে চলেছে। এই সুখবর হলো মদের জন্য আর কেবলমাত্র মদের দোকানে দৌঁড়াতে হবে না। কারণ এবার বাংলার রেশন দোকানগুলিতে চাল, ডালের সঙ্গে মিলবে মদ। রেশন দোকানে মদ বিক্রির অনুমতি চেয়ে এবার রেশন ডিলারদের সংগঠনের তরফ থেকে চিঠি দেওয়া হল কেন্দ্রকে।

গত ২০ সেপ্টেম্বর এই চিঠি কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রকের প্রধান সচিব সুধাংশু পান্ডেকে পাঠানো হয়েছে। এই চিঠি দেওয়া হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের তরফ থেকে। তাদের দাবি যাতে যুক্তি দিয়ে বিবেচনা করা হয় তার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল, কেন্দ্রীয় অর্থ সচিব, কেন্দ্রীয় রাজস্ব সচিব, কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী ও সব রাজ্যের খাদ্য কমিশনার ও খাদ্য সচিবদের।

সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে, রেশন দোকানগুলিকে বাঁচাতে কেন্দ্র সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারগুলিকেও এগিয়ে আসতে হবে। এরই পরিপ্রেক্ষিতে আর্থিক অতিরিক্ত মুনাফা লাভের জন্য রেশন দোকান থেকে লাইসেন্স প্রাপ্ত মদ বিক্রি করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন।

জানা যাচ্ছে, ভারতের বর্তমানে রেশন ডিলার বা দোকান রয়েছে ৫ লক্ষ ৩৭ হাজার ৮৬৮। এই দোকানগুলির সঙ্গে প্রত্যক্ষভাবে আড়াই কোটি মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে। পরোক্ষভাবে এই সকল দোকানগুলির সঙ্গে নির্ভর মানুষের সংখ্যা পাঁচ কোটির বেশি। রেশন ডিলারদের দাবি, বর্তমানে যে পরিকাঠামো অনুযায়ী রেশন দোকানগুলি চলছে তাতে ডিলাররা লাভের মুখ দেখতে পাচ্ছেন না।

এই সকল রেশন ডিলারদের আর্থিক লাভ দেখিয়ে তাদের বাঁচানোর জন্য বিকল্প পথ বেছে নেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে। কেন্দ্রের কাছে সেই জানানো আর্জিতে প্রস্তাব দেওয়া হয়েছে যাতে রেশন ডিলাররা তাদের দোকান থেকে মদ বিক্রি করতে পারেন। মদ ছাড়াও যাতে রেশন ডিলাররা তাদের দোকান থেকে আগামী দিনে ৫ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি করতে পারেন তার প্রস্তাবও দেওয়া হয়েছে।