নিজস্ব প্রতিবেদন : রেশন ব্যবস্থার (Ration) মাধ্যমে দেশের নাগরিকদের কাছে তাদের ন্যূনতম চাহিদা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের রেশন কার্ড (Ration Card) দেওয়া হয়ে থাকে সরকারের তরফে। মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষগুলির অন্ন সংস্থানের জন্যই এই রেশন ব্যবস্থা চালু করা হয়েছে সরকারের তরফে। আর এবার যখন অক্টোবর মাস উৎসবের মাস, সেই সময় রেশনের খাদ্য সামগ্রী প্রদানের নিয়মে বদল আনা হলো।
সাধারণত প্রায় অধিকাংশ মাসের শুরুতেই রেশন কার্ড উপভোক্তারা কত করে খাদ্য সামগ্রী পাবেন তা নির্ধারণ করা হয়ে থাকে। সেইমতো অক্টোবর মাসের শুরুতেও খাদ্য সামগ্রীর পরিমাণ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নিয়ম অনুসারে কোন রেশন কার্ড উপভোক্তা কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস করেও জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে অক্টোবর মাসে কোন রেশন কার্ড উপভোক্তাকে কি পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক।
১) RKSY-I : এই ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে তারা বিনামূল্যে কার্ড পিছু ৫ কেজি করে চাল পাবেন। অর্থাৎ এই ক্যাটাগরির কার্ড রয়েছে এমন কোনো পরিবারের সদস্য সংখ্যা যদি ৫ হয় তাহলে ওই পরিবার অক্টোবর মাসে ২৫ কিলো চাল পাবেন। পুজোর মাসে অতিরিক্ত ৬ কেজি চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পরিবার পিছু।
২) RKSY-II : এই ক্যাটাগরির রেশন কার্ড ধারীরা সবচেয়ে কম পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। অক্টোবরে এই কার্ডের উপভোক্তাদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে মাথাপিছু ২ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে জঙ্গলমহল, পাহাড়ি এলাকা এবং চা বাগান এলাকার বাসিন্দারা যদি এই ক্যাটাগরির কার্ডের উপভোক্তা হয়ে থাকেন তাহলে তারা বাড়তি খাদ্য সামগ্রী সুবিধা পাবেন অক্টোবর মাসে।
৩) PHH ও SPHH : এই দুই ক্যাটাগরির রেশন কার্ড গ্রাহকরা অক্টোবরে মাসে মাথাপিছু ৩ কেজি করে চাল, ১.৯ কেজি করে আটা বা ২ কেজি করে গম বিনামূল্যে পেয়ে যাবেন। PHH কার্ড হোল্ডারদের পুজোর মাসে পরিবার কিছু অতিরিক্ত ৬ কেজি চাল দেওয়া হবে। SPHH দের জন্য কোনরকম পরিবর্তন করা হয়নি।
৪) AAY : এই ক্যাটাগরির রেশন কার্ড উপভোক্তারা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। এই কার্ড রয়েছে এমন ব্যক্তিদের পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩.৩০০ কেজি গম একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। অন্যদিকে চিনি কিনতে চাইলে ১৩.৫০ টাকা কেজি দরে কিনতে হবে। অক্টোবর মাসে এই কার্ড হোল্ডারদের ৮ কেজি চাল এবং তিন কেজি গম পরিবার পিছু অতিরিক্ত দেওয়া হচ্ছে।