কর্মসূত্রে বাইরে রয়েছেন! সহজেই কীভাবে রেশন তোলা যাবে জানালো রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : খাদ্য বস্ত্র বাসস্থান, এই তিনটি প্রতিটি ভারতীয় নাগরিকদের নূন্যতম অধিকার। ন্যূনতম এই তিনটি অধিকার পূরণের জন্য কেন্দ্র এবং রাজ্য সদা সতর্ক। সেসবের পরিপ্রেক্ষিতেই সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প চালু করা হয় আর সেই সকল প্রকল্পের মধ্যে রেশন (Ration) ব্যবস্থা একটি।

রেশন ব্যবস্থার মধ্য দিয়ে উপভোক্তাদের স্বল্প মূল্যে অথবা সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্প রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের তরফ থেকেই সমানভাবে চালানো হয়। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় কর্মসূত্রে বাইরে থাকার কারণে রেশন থেকে বঞ্চিত হন অনেক পরিবার।

যে সকল পরিবার অথবা পরিবারের কোনো সদস্য কর্মসূত্রে বাইরে রয়েছেন তারা যেন কোনভাবেই রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত না হন তার জন্য নতুন ব্যবস্থা করা হয়েছে কেন্দ্র ও রাজ্যের তরফ থেকে। সেই রকমই এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হলো কীভাবে বাইরে থাকা পরিবার অথবা পরিবারের সদস্যরা রেশন তুলতে পারবেন।

এক্ষেত্রে রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তর (West Bengal Food And Food Supply Department) জানিয়েছে, রাজ্যের এক জেলার বাসিন্দারা অন্য জেলার যেকোনো রেশন দোকান থেকে তাদের রেশন সামগ্রী তুলতে পারবেন। তবে এর জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে উপভোক্তাদের।

উপভোক্তাদের সবার আগে থাকতে হবে ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card)। সেই ডিজিটাল রেশন কার্ড নিয়ে উপভোক্তাকে তার নিকটবর্তী রেশন দোকানে যেতে হবে। অর্থাৎ কর্ম সূত্রে তিনি পশ্চিমবঙ্গের যে জেলায় রয়েছেন, সেখানে নিকটবর্তী রেশন দোকানে গিয়ে রেশন সামগ্রীর জন্য দাবি করলেই তাকে রেশন সামগ্রী দিতে বাধ্য রেশন ডিলার (Ration Dealer)।