নিজস্ব প্রতিবেদন : ভারতে দিন দিন বেড়ে চলেছে ডিজিটাল লেনদেন। দিন দিন ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ধরা যেতে পারে UPI-কে। কেননা ইউপিআই না এলে হয়তো ডিজিটাল লেনদেন ভারতীয় নাগরিকদের কাছে এতটা সরগরম হতো না এবং এইভাবে দ্রুততার সঙ্গে তা বাড়তো না। এবার এই ইউপিআই ব্যবস্থায় আসতে চলেছে নতুন ফিচার (UPI New Feature) আর যুক্ত হতে চলেছে ডেলিগেট পেমেন্টস।
ইউপিআই সহ বিভিন্ন অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বৃহস্পতিবার মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে নানান ঘোষণা করেন। যে সকল ঘোষণার মধ্যে ছিল রেপো রেট, যা এবারও অপরিবর্তিত রাখা হয়েছে। ঘোষণার মধ্যে ছিল চেক নিয়ে নতুন ব্যবস্থা, এখন যেখানে চেক ভাঙ্গাতে অন্ততপক্ষে দুটি কর্ম দিবস লাগিয়ে তা আগামী দিনে কয়েক ঘন্টার মধ্যে হবে। এছাড়াও ইউপিআই নিয়ে একের পর এক ঘোষণা করতে দেখা যায় তাকে।
ইউপিআই নিয়ে তিনি প্রথম যে ঘোষণা করেন তা হল আয়কর জমা দেওয়ার ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা। ইউপিআই মারফত আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে এখন এক লক্ষ টাকার উর্ধ্বসীমা রয়েছে। কিন্তু তা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার ঘোষণা করেছেন শক্তিকান্ত দাস। এছাড়াও স্টক মার্কেট এবং বীমার ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। তবে সাধারণ লেনদেনের ক্ষেত্রে আগের মতই এক লক্ষ টাকার উর্ধ্বসীমা থাকছে।
আরও পড়ুন ? Cheque Clearing Rules: চেক ভাঙ্গানোর নিয়মে বদল, আর সময় লাগবে না ২ দিন, নতুন সিস্টেম জানালো RBI
অন্যদিকে এসবের পাশাপাশি ইউপিআই ব্যবস্থায় ডেলিগেট পেমেন্টস নামে একটি ফিচার যুক্ত করা হবে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। এই ব্যবস্থার মধ্য দিয়ে একজন গ্রাহক তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে দ্বিতীয় কোন ব্যক্তিকে ইউপিআই পেমেন্টের অনুমতি দিতে পারবেন। এক্ষেত্রে দ্বিতীয় কোন ব্যক্তির আলাদা করে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। আর এই ব্যবস্থা চালু হলে ইউপিআই মারফত লেনদেন আরও অনেক বেড়ে যাবে বলেই আশা করা হচ্ছে।
নতুন যে ব্যবস্থা অর্থাৎ ডেলিগেট পেমেন্টস বিষয়টি সহজ ভাষায় বলতে গেলে বলা যায়, ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বর দিয়ে আপনি ইউপিআই ব্যবহার করেন। কিন্তু আপনার স্ত্রী অথবা সন্তানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এক্ষেত্রে আপনি আপনার সম্মতি মত তাদেরও ইউপিআই ব্যবহার করার সুযোগ দিতে পারবেন।