চিন্তা দূর করল RBI! ২০০০ টাকার নোট নিয়ে নতুন ঘোষণা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১৬ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হঠাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ রাখার সময় পুরাতন ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল করেছিলেন। এই দুটি নোট বাতিল হওয়ার পর বাজারে এসেছে নতুন ৫০০ টাকার নোট এবং তার সঙ্গে আসে নতুন ২০০০ টাকার নোট। গোলাপি রঙের মোটা অংকের সেই নোট নিয়ে প্রথম থেকে মানুষের মধ্যে ছিল নানান ধরনের সংশয়। আর সেই সংশয় নতুন করে ২০২৩ সালে বৃদ্ধি পায় যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ফের এই নোট বন্ধ করে দেওয়ার ঘোষণা করে।

Advertisements

চলতি বছর ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ২০০০ টাকার নোট বন্ধ করার ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যাদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে তারা ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সেই সকল নোট ব্যাংকে জমা দেওয়ার সুযোগ পাবেন। সেইমতো যাদের কাছে এই ধরনের নোট রয়েছে তাদের অধিকাংশ নাগরিকই নোট জমা দিয়ে দিয়েছেন। তবে আবার অনেকেই রয়েছেন যারা ভুলে গিয়েছেন জমা দিতে। এমন পরিস্থিতিতে শনিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ঘোষণা সব চিন্তা দূর করে দিল।

Advertisements

বাড়িতে যদি এখনো ২০০০ টাকার নোট রয়ে গিয়েছে, কোন কারণবশত সেই নোট জমা দেওয়া সম্ভব হয়নি, তাহলেও আর চিন্তা নেই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হিসাব অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো বাজারে ২০০০ টাকার অনেক নোট পড়ে রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হিসাব অনুযায়ী ১৯ মে ২০২৩ পর্যন্ত ৩.৫৬ লক্ষ কোটি টাকা বাজারে ছাড়া হয়েছিল। ২৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত জমা পড়েছে ৩.৪২ লক্ষ কোটি টাকা। সুতরাং এখনো বাজারে ০.১৪ লক্ষ কোটি টাকা পড়ে রয়েছে।

Advertisements

এছাড়াও ৩০ সেপ্টেম্বর ২০০০ টাকার নোট জমা দেওয়ার যে শেষ দিন ধার্য করা হয়েছিল সেই দিন আবার ব্যাংক বন্ধ। কেননা এই দিনটি পড়েছে চতুর্থ রবিবার। তাই বাজারে পড়ে থাকা বাকি ০.১৪ লক্ষ কোটি টাকার ২ হাজার টাকার নোট ফিরে পেতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ২০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলো। নতুন যে সময়সীমা দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে যাদের কাছে এমন নোট রয়ে গিয়েছে তারা ফের একবার ফিরিয়ে দেওয়ার সুযোগ পাবেন।

শনিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী, আরও ৭ দিন ২০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী গ্রাহকরা ২০০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার জন্য সময় পাবেন আগামী ৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত। অর্থাৎ ছুটি এসব বাদ দিয়ে আপনি এখনো পাঁচ দিন সময় পাবেন ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার।

Advertisements