Bank Merger: ফের মিশে যাচ্ছে দেশের দুটি ব্যাঙ্ক, কতটা প্রভাব পড়বে গ্রাহকদের উপর

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরেই দেশে ব্যাঙ্ক সংযুক্তিকরণ (Bank Merger) বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গত কয়েক বছরে বেশ কয়েকটি ব্যাংককে একে অপরের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে। আর এবার এই তালিকায় নাম লেখাতে চলেছে আরও দুটি ব্যাংক। ওই দুটি ব্যাংকের সংযুক্তিকরণের ফলে দুটি সংস্থা মিশে যখন একটি সংস্থা তৈরি হবে তখন তাদের সম্পদ প্রায় দ্বিগুণ হয়ে যাবে।

এমন সংযুক্তিকরণের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের ১ এপ্রিল অর্থাৎ নতুন অর্থ বর্ষ থেকে ওই দুই ব্যাংকের সংযুক্তিকরণ বা একত্রিকরণ কার্যকর হবে। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯-এর ধারা ৪৪এ-এর উপধারা (৪) অনুযায়ী ক্ষমতা প্রয়োগের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন দুটি ব্যাংকের সংযুক্তিকরণ হতে চলেছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী যে দুটি ব্যাংকের সংযুক্তিকরণ হতে চলেছে সেই দুটি ব্যাংক হল এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমোদন সাপেক্ষে এই দুই ব্যাংকের সংযুক্তিকরণের ফলে ৫৩০ মিলিয়ন মার্কিন ডলারের অল স্টক একীভূত হয়ে যাবে। অন্যদিকে এমন সংযুক্তি করন হয়ে যাওয়ার পর ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্কের যে সকল শাখা রয়েছে সেগুলি এইউ স্মল ফিনান্স ব্যাঙ্কের শাখা হিসেবে কাজ করবে। এক্ষেত্রে গ্রাহকদের আগামীদিনে বেশকিছু পরিবর্তন করলেও করতে হতে পারে। যেমনটা অন্যান্য ব্যাঙ্কের মার্জের ক্ষেত্রে হয়েছিল।

আরও পড়ুন 👉 Bank Employees salary hiked: বিপুল পরিমাণে বেতন বাড়ল ব্যাঙ্ক কর্মীদের! সঙ্গে মিলবে বিপুল পরিমাণে এরিয়ার

এমন একত্রিকরণ হওয়ার আগে চুক্তি অনুযায়ী ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্কের প্রবর্তক ফিনকেয়ার বিজনেজ সার্ভিস লিমিটেড ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এক্ষেত্রে ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্কের শেয়ার হোল্ডাররা প্রতি ২ হাজারে এইউ স্মল ফিনান্স ব্যাংকের ৫৯৭টি শেয়ার পাবেন। ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাংকের যে সকল শেয়ার হোল্ডাররা রয়েছেন তারা এসএফবি-র মোট ৯.৯ শতাংশ শেয়ারের মালিকানা পাবেন।

অন্যদিকে এই সংযুক্তিকরণের খবর প্রকাশ পেতেই এইউ স্মল ফিনান্স ব্যাংকের শেয়ারে ব্যাপক পতন দেখা যায়। গত ৫২ সপ্তাহে যেখানে এই শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল ৭৯৪.৯৫ টাকা সেই জায়গায় এখন এই শেয়ারের দাম কমে দাঁড়িয়েছে ৫৭০ টাকা ৫৫ পয়সা। হিসেব অনুযায়ী গত ছয় মাসে এমন পতন দেখা যায়নি। যদিও গত এক বছরে এই শেয়ারের দাম সবচেয়ে কম ৫৫৮ টাকায় পৌঁছেছিল।