চেক থেকে ডিজিটাল পেমেন্ট, ৫টি বদলের ঘোষণা করলো RBI

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই কেন্দ্র সরকারের তরফ থেকে পেশ করা হয়েছে বাজেট। আর এই বাজেটের পর প্রথমবার ক্রেডিট পলিসি সমীক্ষা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ক্রেডিট পলিসি ঘোষণা করলো। আর এই ঘোষণার সাথে সাথে একাধিক বদল সামনে এসেছে। যার মধ্যে চেক থেকে ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত ঘোষণা খুব গুরুত্বপূর্ণ। নতুন এই ঘোষণায় সুদের হারের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন না হলেও সাধারণ মানুষের সুবিধার্থে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

১) সুদের হার : নতুন ক্রেডিট পলিসি ঘোষণা হলেও সুদের হারের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন করা হয়নি। মনে করা হচ্ছে রাজকোষে ঘাটতি মেটানোর লক্ষ্যেই হাঁটছে RBI। পূর্বের মত রেপোরেট ৪ শতাংশ ও রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ থাকছে।

২) CTS : দেশে এখনো পর্যন্ত ১৮০০ ব্যাঙ্কের শাখায় CTS অর্থাৎ Cheque Truncation System ব্যবস্থা নেই। চেক পেমেন্টকে আরও ত্বরান্বিত করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে চলতি বছর সেপ্টেম্বর মাসের মধ্যে এই সমস্ত ব্যাঙ্কের শাখায় CTS বসানো হবে।

৩) গিল্ট অ্যাকাউন্ট : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী এখন থেকে ছোট ব্যবসায়ীরাও গিল্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর ফলে ছোট ব্যবসায়ীরা নিশ্চিত আয়ের সবচেয়ে বিকল্প বিনিয়োগ পেতে চলেছেন।

৪) হেলপ্লাইন : ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন যে সকল সংস্থা তাদের নির্দেশ দেওয়া হয়েছে ২৪x৭ হেল্পলাইন চালু করার। গ্রাহকদের যেকোনো ধরনের সমস্যা সমাধানের জন্য এই হেল্পলাইন চালু রাখতে হবে সংস্থাগুলিকে।

৫) সমবায় ব্যাঙ্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিপদ দাস দেশের সমবায় ব্যাঙ্কগুলিকে আরও শক্তিশালী করে তোলার ঘোষণা করেছেন নতুন ক্রেডিট পলিসিতে। এর জন্য তিনি জানিয়েছেন গঠন করা হবে একটি বিশেষজ্ঞ কমিটি।