SBI গ্রাহকদের মাথায় হাত! এই কারণে ব্যাঙ্কের উপর কোটি টাকার জরিমানা চাপাল RBI

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ভারতের মত ১৪০ কোটি জনসংখ্যার দেশে সবচেয়ে বেশি গ্রাহক নিয়ে বসে রয়েছে এই ব্যাংকটি। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসাবে এর জনপ্রিয়তা নিয়ে কোন প্রশ্ন নেই। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলেও যাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনরকম নিয়ম লঙ্ঘন না করে, যাতে গ্রাহকদের কোন ক্ষতি না হয় তার জন্য সবসময়ই নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

Advertisements

দেশের সমস্ত ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর নজরদারি চালাতে গিয়েই এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ আরও একাধিক ব্যাংকের বেশ কিছু নিয়ম লঙ্ঘন ধরা পড়েছে। আর সেই নিয়ম লঙ্ঘনের পরিপ্রেক্ষিতেই অন্যান্য ব্যাংকের পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকেও জরিমানার মুখোমুখি হতে হয়েছে। দেশের এত বড় একটি ব্যাংকের উপর এমন জরিমানার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো মাথায় হাত করতে শুরু করেছে গ্রাহকদের। কেনইবা পড়বে না, কেননা এই ব্যাংকের উপর দেশের কোটি কোটি মানুষ নির্ভরশীল।

Advertisements

নিয়ম লঙ্ঘন করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ১.৩ কোটি টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশাপাশি ইন্ডিয়ান ব্যাংককে ১.৬২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ঋণ সহ একাধিক ক্ষেত্রে নিয়ম লংঘন করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন জরিমানার সম্মুখীন হয়েছে। অন্যদিকে ইন্ডিয়ান ব্যাঙ্ককে ঋণ সংক্রান্ত ছাড়াও কেওয়াইসি সংক্রান্ত নিয়ম না মানার জন্য এমন জরিমানার মুখোমুখি হতে হয়েছে।

Advertisements

অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক ছাড়াও একইভাবে এক কোটি টাকা জরিমানার মুখোমুখি হয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড স্কিমের কিছু নিয়ম না মানার কারণে এই ব্যাংকটিকে এমন আর্থিক জরিমানার সম্মুখীন হতে হয়েছে। এখন প্রশ্ন হল এমন জরিমানার পরিপ্রেক্ষিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ অন্যান্য ব্যাংকের গ্রাহকদের কি হবে?

কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্টেট ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলিকে যে আর্থিক জরিমানা করা হয়েছে তার প্রভাব গ্রাহকদের উপর কোনোভাবেই পড়বে না বলে জানা যাচ্ছে। কেননা এই ধরনের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষকে জরিমানা দেওয়ার পাশাপাশি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হয় যাতে পরবর্তীতে আর যেন এমন ঘটনা না ঘটে। তবে বারবার যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এই বিষয়টি সব মহলের কাছেই চিন্তার।

Advertisements