নিজস্ব প্রতিবেদন : দেশের প্রায় অধিকাংশ মানুষ এখন ব্যাঙ্ক (Bank) নির্ভর হয়ে পড়েছেন। নিজেদের কষ্টার্জিত টাকা এখন তারা আর বাড়িতে না রেখে ব্যাংকেই রাখেন। এক্ষেত্রে যেমন জমানো টাকা সুরক্ষিত থাকে, ঠিক সেই রকমই আবার জমানো টাকার উপর সুদ পাওয়া যায়। এই মুহূর্তে ভারতের মতো দেশে অজস্র ব্যাংক দেশের নাগরিকদের পরিষেবা দিচ্ছে।
দেশে থাকা ব্যাংকগুলি যাতে সঠিকভাবে নাগরিকদের পরিষেবা দেয়, যাতে করে কোথাও যেন কোনরকম নিয়ম অমান্য না করা হয় অথবা গ্রাহকদের সঞ্চিত টাকা যাতে সুরক্ষিত থাকে সেই সব দিকে নজরদারী চালানোর জন্য রয়েছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশে পরিষেবা প্রদান করা প্রতিটি ব্যাংকের জন্য একাধিক নিয়ম জারি করে থাকে। সেই সকল নিয়ম অমান্য করলেই ব্যাংকগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
ঠিক সেই রকমই এবার নিয়ম না মানার জন্য দেশের জনপ্রিয় কর্পোরেট ব্যাংক অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) সহ তিনটি ব্যাংককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই তিনটি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ লেনদেন এবং পলিসি সংক্রান্ত বিভিন্ন নিয়ম তারা মানেনি। জরিমানার এই তালিকায় অ্যাক্সিস ব্যাঙ্ক ছাড়াও রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক এবং ব্যাংক অফ মহারাষ্ট্রকে (Bank of Maharashtra)।
এই তিনটি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি জরিমানার সম্মুখীন হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক। তাদের আড়াই কোটি টাকা জরিমানা করা হয়েছে। সময়ের মধ্যে SWIFT সম্পর্কিত নীতি প্রণয়ন এবং কয়েকটি নির্দেশিকা মানতে ব্যর্থ হওয়ার কারণেই এই ব্যাংককে এই বিপুল অংকের টাকা জরিমানা করা হয়েছে। এমন জরিমানার পরই ব্যাংকের শেয়ারের দাম আড়াই শতাংশ কমেছে।
জরিমানার বিচারে দ্বিতীয় তালিকায় রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এই ব্যাংককে ১ কোটি ৪৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রকে জরিমানা করার কারণ হলো ক্রেডিট কার্ড এবং ঋণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করা।
অ্যাক্সিস ব্যাংককে জরিমানা করা হয়েছে ৩০ লক্ষ টাকা। জরিমানার তালিকায় তৃতীয় স্থানে থাকলেও এই ব্যাংক জরিমানার সম্মুখীন হওয়ার ফলে বিপুলসংখ্যক গ্রাহক এখন চিন্তায়। কারণ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংক এই অ্যাক্সিস ব্যাঙ্ক। এই ব্যাংককে জরিমানা করা হয়েছে মূলত কিছু ক্ষেত্রে গ্রাহকদের ক্রেডিট কার্ডের উপর বাড়তি মাশুল আদায় করার কারণে। অভিযোগ সঠিক সময়ে ক্রেডিট কার্ডের টাকা জমা দেওয়ার পরেও বেশ কিছু ক্ষেত্রে বাড়তি টাকা আদায় করা হয়েছে। অ্যাক্সিস ব্যাংক জরিমানার মুখোমুখি হওয়ার পর তাদের শেয়ারেও প্রভাব পড়েছে।