বীরভূমের এই ব্যাঙ্কটির উপর আর্থিক লেনদেনে বিধিনিষেধ জারি করল RBI

নিজস্ব প্রতিবেদন : আর্থিক সংকটের কারণে যাতে কোনরকম দুর্নীতি না হয়ে থাকে, সেই দিকে প্রতিটি ব্যাংকের উপর নজরদারি চালিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার এই কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে দেশের চারটি ব্যাংকের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। এই চারটি ব্যাংকের মধ্যে একটি ব্যাংক হল পশ্চিমবঙ্গ তথা বীরভূমের।

ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর অধীনে Ref. No. CO.DOS.SED.No.S2574/12-07-005/2022-2023 অনুযায়ী বীরভূমের সিউড়িতে থাকা ‘দি সিউড়ি ফ্রেন্ডস ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড’-এর উপর এই বিধিনিষেধ জারি করা হয়েছে। গত ২১ জুলাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই বিধিনিষেধ ২২ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, বীরভূমের সিউড়ির এই কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের উপর যে বিধি-নিষেধ জারি করা হয়েছে সেই বিধি-নিষেধ চলবে আগামী ৬ মাস। বিধি নিষেধ চলাকালীন কোন গ্রাহক ৫০ হাজার টাকার বেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন না। এছাড়াও এই সময়কালে এই সমবায় ব্যাংকটি নতুন কোন লোন দিতে অথবা নিতে পারবে না। এছাড়াও আর্থিক বিভিন্ন কার্যকলাপের ক্ষেত্রেও বিধি নিষেধ জারি করা হয়েছে।

তবে এই বিধিনিষেধের অর্থ এটা নয় যে ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সময় দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সময়ের মধ্যে যদি আর্থিকভাবে পুনরায় এই ব্যাংক আগের জায়গায় আসতে পারে তাহলে আগের মতোই লেনদেন করার সমস্ত সুবিধা পাবে।

সিউড়ির এই যে ব্যাংকটির ওপর এই বিধি নিষেধ জারি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সেই সমবায় ব্যাংকটি রয়েছে সিউড়ি বেনীমাধব ইস্কুলের সন্নিকটে থাকা লাইবেরির সামনে। তবে এই বিধিনিষেধের ফলে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হলেও তাদের টাকা সুরক্ষিত থাকবে।