বদলে গেল PhonePe, GPay এর নিয়ম! ৫০০ টাকার কম পেমেন্টে মিলবে দারুণ সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন যত এগিয়ে চলেছে ততই দেশজুড়ে বাড়ছে ডিজিটাল লেনদেন (Digital Payment)। এখন দেশের বড় সংখ্যার মানুষ পকেটে নগদ অথবা এটিএম বা ডেবিট কার্ড নিয়ে ঘুরেন না। পরিবর্তে এই সকল মানুষেরা তাদের স্মার্টফোনে ইনস্টল করে নিয়েছেন কোন না কোন সংস্থার ইউপিআই অ্যাপ (UPI)। এই ইউপিআই অ্যাপের মাধ্যমেই এখন এক নিমেষে নিজেদের প্রয়োজনীয় পেমেন্ট করে দেন গ্রাহকরা।

Advertisements

বর্তমানে ভারতে যে সকল ইউপিআই অ্যাপের ব্যবহার হয়ে থাকে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা মিলেছে PhonePe, GPay, Paytm, Amazon Pay ইত্যাদির মত সংস্থাগুলির। আসলে এই সকল সংস্থা গ্রাহকদের সহজেই ইউপিআই পেমেন্ট করার নানান সুবিধা দিয়েছে এবং সেই সকল সুবিধার পরিপ্রেক্ষিতেই দিন দিন এই ধরনের অ্যাপের ব্যবহার বাড়ছে। এখন ফুটপাতের দোকান থেকে শুরু করে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সব জায়গাতেই ইউপিআই পেমেন্টের মত ব্যবস্থা পৌঁছে গিয়েছে।

Advertisements

অন্যদিকে সংস্থাগুলির তরফ থেকে গ্রাহকদের আরও নতুন নতুন অফার এবং সুবিধা যাতে তুলে দেওয়া যায় সেই দিকেও নজর দেওয়া হয়। একইভাবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকেও ইউপিআই পেমেন্ট ব্যবস্থাই আরও সহজ সরলতা আনার জন্য নতুন নতুন নিয়ম জারি করা হয়। ঠিক সেই রকমই এবার ৫০০ টাকার কম পেমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হলো।

Advertisements

ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও যাতে ইউপিআই অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করা যায় তার জন্য আগেই আনা হয়েছে UPI-Lite Wallet। এর ফলে কোন জায়গায় ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করার সময় গ্রাহকদের সমস্যায় পড়তে হয় না। খুব সহজেই UPI-Lite Wallet এর মাধ্যমে পেমেন্ট করে দেওয়া যায়। তবে এতদিন এই পদ্ধতিতে পেমেন্ট করার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ছিল মাত্র ২০০ টাকা। এখন এই সীমা বাড়িয়ে করা হলো ৫০০ টাকা।

UPI-Lite Wallet এর মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে আরও একটি সুবিধা রয়েছে আর সেটি হলো কোনরকম পিন নম্বর দিতে হয় না। এক্ষেত্রে ৫০০ টাকার কম পেমেন্ট করতে হবে অথচ আপনি এমন এলাকায় রয়েছেন যেখানে গোপনীয় পিন দেওয়া সুরক্ষিত মনে করছেন না সে ক্ষেত্রে আপনি এই পদ্ধতি ব্যবহার করে এখন ৫০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। স্বাভাবিকভাবেই এই নতুন ব্যবস্থা ইউপিআই অ্যাপ ব্যবহারকারীদের মুখে বাড়তি হাসি ফুটিয়েছে।

Advertisements