এই চার ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই তো! বিপুল টাকা জরিমানা করলো RBI

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) রয়েছে। সেই সকল অ্যাকাউন্ট দেশের নাগরিকরা তাদের সঞ্চয়ের জন্য বেছে নেন। দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্কেরও। আবার বেশ কিছু ব্যাঙ্ককে একসাথে তলায় এনে বৃহদাকার দেওয়া হয়েছে।

Advertisements

অন্যদিকে ব্যাঙ্কে সঞ্চিত গ্রাহকদের টাকা যাতে চোট না যায়, তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সর্বদা দেশের ব্যাঙ্কগুলির উপর নজর রাখছে। নজর রাখার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্যাংকগুলির উপর বিভিন্ন নিয়ম আরোপ করা হয়। আরোপ করা সেই সকল নিয়ম না মানলেই জরিমানার সম্মুখীন হতে হয় ব্যাংকগুলিকে অথবা তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল করা হয়।

Advertisements

নিয়ম লঙ্ঘন করার জন্য এবার এইরকমই দেশের চারটি সমবায় ব্যাংকের উপর জরিমানা আরোপ করা হলো। ওই চারটি সমবায় ব্যাংকের উপর ৪৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে। এই সকল ব্যাংকগুলিকে জরিমানা করার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। কেননা এই ধরনের নিয়ম লঙ্ঘন করার জন্য ইতিমধ্যেই দেশের বহু ব্যাংকের লাইসেন্স বাতিল হয়েছে।

Advertisements

জরিমানার সম্মুখীন হওয়া চারটি ব্যাংকের মধ্যে একটি হল তামিলনাড়ু স্টেট অ্যাপেক্স কো-অপারেটিভ ব্যাঙ্ক। এই ব্যাংক থেকে ১৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার সম্মুখীন মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্ক৷ এই ব্যাঙ্কটিকে ১৩ লাখ টাকার জরিমানা চাপানো হয়েছে। জরিমানা করা হয়েছে পুণের জনতা সহকারি ব্যাঙ্ককেও। এই ব্যাঙ্কের ক্ষেত্রেও জরিমানার পরিমাণ ১৩ লাখ টাকা। এছাড়াও রাজস্থানের বরান নাগরিক সহকারি ব্যাঙ্কের উপরেও জরিমানা চাপানো হয়েছে। জরিমানার পরিমাণ ২ লাখ টাকা।

এই সকল ব্যাংকের উপর এইভাবে জরিমানা আরোপ করার ফলে বহু গ্রাহক দুশ্চিন্তার মুখোমুখি হয়েছে। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং ওই সকল ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, ব্যাংকের উপর জরিমানা করার সঙ্গে গ্রাহকদের কোন সম্পর্ক নেই। এর প্রভাব গ্রাহকদের উপর পড়বে না।

Advertisements