লোন নেওয়ার নিয়মে বদল আনলো RBI! অনেক সুবিধা বাড়ছে ঋণগ্রহিতার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বহু মানুষকেই প্রতিনিয়ত কোনো না কোনো কারণে ব্যাঙ্ক (Bank) অথবা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ (Loan) নিতে হয়। বহু ক্ষেত্রেই দেখা যায় বাড়ি, গাড়ি অথবা অন্য কোন জিনিসপত্র কেনার সব থাকলেও পর্যাপ্ত টাকা থাকে না। এই পরিস্থিতিতে গ্রাহকদের শখ মেটাতে সাহায্য করে ব্যাঙ্ক লোন। লোন নিয়ে সখ পূরণের পর নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকার ফিরিয়ে দিতে হয়।

Advertisements

তবে ঋণগ্রহীতাদের তরফ থেকে ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান অথবা ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ তুলতে দেখা যায়। যে সকল অভিযোগ খুব বেশি উঠে আসে তার মধ্যে অন্যতম হলো, লোনের কিস্তির টাকা আদায়ের জন্য জোর জবরদস্তি করা, সময়ের আগে ঋণ শোধ করে দিতে চাইলে আলাদা করে টাকা দিতে হয়, ঋণ শোধ করার জন্য কিস্তির সংখ্যা বৃদ্ধি অথবা কমানোর অপশন থাকে না ইত্যাদি।

Advertisements

ঋণ গ্রহীতাদের এই সকল নানান অভিযোগ যাতে নিমেষে দূর করা যায় তার জন্য শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে ঋণ দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে নিয়মে বদল আনা হয়েছে। এই যে বদল আনা হয়েছে তা ঋণগ্রহীতাদের অনেক বেশি সুবিধা দেবে। ঋণগ্রহীতারা অনেক স্বাচ্ছন্দে নিজেদের ঋণ শোধ করতে পারবেন, তারা প্রয়োজনে আরও বেশি ঋণ নিতে আগ্রহী হবেন এমনটাই আশা করা হচ্ছে।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা নতুন গাইডলাইনে বলা হয়েছে, ঋণ নেওয়ার সময় ঋণগ্রহিতাদের সামনে লোন রিসেট করার মুহূর্তে ফ্লোটিং নাকি ফিক্সড অপশন রাখতে হবে। এছাড়াও অপশন রাখতে হবে, একই হারে ইএমআই, মেয়াদ বাড়ানোর জন্য এবং মেয়াদের সময় যে কোনও সময় পুরো অর্থ বা এর একটি অংশ অগ্রিম পরিশোধ করার রাস্তা।

এছাড়াও গাইডলাইনে বলা হয়েছে, ইএমআই বৃদ্ধি, মেয়াদ বাড়ানো অথবা দুটিকেই একসঙ্গে বেছে নেওয়ার অপশন দিতে হবে। ঋণ নেওয়ার পর যেকোনো সময় তা পরিশোধ অথবা অর্ধ পরিশোধ করার ব্যবস্থা রাখতে হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়ম কার্যকর করার জন্য বর্তমান অথবা নতুন দিনের ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

Advertisements