That’s why Pakistani cricketers don’t get a chance in IPL: অপেক্ষার অবসান খেলা প্রেমীদের। প্রতিবছরের ন্যায় এ বছরেও বসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর। ২২শে মার্চ মাঠে গড়িয়েছে আইপিএলের প্রথম বল। বিশ্বব্যাপী ক্রিকেট জগতে যত গুলি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ চলে, সেই তালিকার শীর্ষে অবস্থান করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রত্যেক বছর এই খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে গোটা বিশ্বের খেলা প্রেমীরা। পাশাপাশি ক্রিকেটারদেরও এই টুর্নামেন্টের সাথে আবেগ জড়িয়ে রয়েছে। এই আবহে প্রকাশ্যে এসেছে আইপিএল সম্পর্কিত এক বিরাট খবর। প্রকাশ্যে এসেছে আইপিএলে পাকিস্তান ক্রিকেটারদের (Pakistani Players on IPL) ঠাঁই না হওয়ার কারণ।
প্রসঙ্গত, ২০০৮ সালে শুরু হয় প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট। আর সেই বছরেই প্রথম এবং শেষবার আইপিএল টুর্নামেন্টে দেখা গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের (Pakistani Players on IPL)। পরবর্তী বছর থেকেই আইপিএল টুর্নামেন্ট থেকে নির্বাসিত করা হয় পাকিস্তানি ক্রিকেটারদের। কিন্তু কেন? এর পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে? সেই রহস্যেরই উদঘাটন হয়েছে ২০২৪-এর আইপিএল টুর্নামেন্টের আবহে। আসুন জেনে নেওয়া যাক।
সালটা ছিল ২০০৮, ২৬ শে নভেম্বর। ১০ সন্ত্রাসবাদীর একটি দল হামলা চালিয়েছিল মুম্বাই শহরে। পরবর্তীতে সেই ১০ সন্ত্রাসবাদী দলের একজনকে আটক করা হয়। যার নাম আজমল কাসভ। তাকে আটক করাতে বেরিয়ে আসে আসল সত্যিটা। সে জানায় এই হামলাকে ঘিরে পাকিস্তান আশ্রিত জঙ্গি সংগঠনের পরিকল্পনা। পাকিস্তানের ভিতরে তারা কিভাবে জঙ্গি সংগঠন দ্বারা ট্রেনিং পেয়েছিল, পরবর্তীকালে ভারতের ওপর তারা কিভাবে আক্রমণ করবে সেই পরিকল্পনাও তৈরি হয়েছিল পাকিস্তানের মাটিতেই।
আরও পড়ুন ? ২৫ কোটির মিচেল স্টার্ক, আর বাকিরা কেমন! দেখে নিন KKR-র সম্পূর্ণ দল
যথারীতি এই খবর সামনে আসার পর থেকেই ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কে অধঃপতন ঘটে। যার প্রভাব পড়ে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কে। খেলার জগতেও এসে যায় রাজনৈতিক ভেদাভেদের ছোঁয়া। বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড স্তগিতাদেশ দেয় দুই দেশের মধ্যেকার অনুষ্ঠিত হওয়া দিপাক্ষিক সিরিজ গুলোর উপরে। এছাড়া সেই সময় থেকেই আইপিএল টুর্নামেন্টে পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে বিসিসিআই। তারা জানান কোনো পাকিস্তানী ক্রিকেটার (Pakistani Players on IPL) এই খেলায় যোগ দিতে পারবে না। সেই ঘোষণা অনুযায়ী ২০০৮ সালের পর থেকে কোনো পাকিস্তানী ক্রিকেটারকে আর আইপিএল টুর্নামেন্টে দেখা যায় না।
সাম্প্রতিক এই বিষয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের বেশকিছু ক্রিকেটার। আইপিএল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারায় তারা দুঃখ প্রকাশ করেছে। তবে তাতে কোনো কার্যকরী ফলাফল কিছু বের হয়ে আসেনি। পূর্বের বছর গুলির মত তারা ২০২৪-এও আইপিএল যোগ দিতে পারেনি। তবে আইপিএল (IPL News) অংশগ্রহণ করতে না পারলেও অপরদিকে আইসিসি এবং এসিসি টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তানকে লড়াই করতে দেখা যায়।