রেলস্টেশনের নামের বোর্ডে লেখা থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, কিন্তু কেন

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে গণমাধ্যমের অন্যতম মাধ্যম হলো রেল পরিষেবা। প্রতিদিন এই রেল পরিষেবাকে সম্বল করে কোটি কোটি মানুষ যাতায়াত করে থাকেন। এই সকল যাত্রীদের মধ্যে অনেকেই লক্ষ্য করেছেন রেল স্টেশনে থাকা স্টেশনের নামের বোর্ডে লেখা থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্টেশনটি কতটা উচ্চতায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা লেখা থাকে এমনটা চোখে পড়লেও এর কারণ জানেন কি?

এই প্রশ্ন শুরু হতেই কৌতূহল জাগতে শুরু করেছে এমনটাই আশা করা যায়। বিশেষ কোনো কারণ না থাকলে এই ভাবে প্রতিটি রেলস্টেশনের নামের বোর্ডে অর্থাৎ যেখানে স্টেশনের নাম লেখা থাকে সেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় অবস্থিত স্টেশনটি তা লেখা থাকত না। তাহলে সেই বিশেষ কারণটি কি?

যে কোন রেলস্টেশনের নামের বোর্ডে সমুদ্রপৃষ্ঠ থেকে স্টেশনটি কতটা উঁচুতে অবস্থিত তা উল্লেখ করার মূলে রয়েছে নিরাপত্তা। এটি অবশ্য আমযাত্রীদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। যে কারণে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা লেখা থাকে লাইনের ধারে থাকা স্টেশনের নামের হলুদ বোর্ডগুলিতে। এটি একজন চালকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রেন চালানোর সময় এই উচ্চতা জানা চালকদের প্রয়োজন হয়। এই তথ্য দেওয়া হয়ে থাকে, কারণ এর ফলে চালকরা জানতে পারেন তিনি কতটা উঁচুতে অথবা নিচে যাচ্ছেন। এই MSL এর দিকে লক্ষ্য রেখেই একজন চালক ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে থাকেন।

এক স্টেশন থেকে অন্য স্টেশনে ট্রেন যাওয়ার সময় চালক ওই বোর্ডের দিকে নজর রেখে বুঝতে পারেন তিনি উচ্চতার দিকে যাচ্ছেন না নিচের দিকে যাচ্ছেন। এমনটা বুঝতে পেরে চালক ট্রেনের গতি নিয়ন্ত্রণে রাখেন। উঁচু-নিচুর পরিপ্রেক্ষিতে ট্রেনের গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য ইঞ্জিনকে সেই ভাবে প্রস্তুত রাখার ক্ষেত্রে এই MSL অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।