Reason of why do bus conductors keep notes between their fingers: দেশের গণপরিবহনগুলোর মধ্যে বাস কিন্তু বেশ জনপ্রিয় মাধ্যম। এক জায়গা অন্য জায়গায় সহজেই পৌঁছে যাওয়া যায় এর ভরসায়। বহু সংখ্যক যাত্রী নিয়ে দূর কিংবা কাছে সব জায়গাতেই সহজে পৌঁছে যাওয়া যায় বাসে করে। তবে কলকাতার বুকে যাতায়াতে অন্যতম ভরসা হচ্ছে বাস। বাসে চড়লেও এর সম্পর্কে বহু তথ্য (Strange facts) আমাদের জানা নেই।
আজকের প্রতিবেদনে আলোচনা করবো এর সম্পর্কেই। নিত্যদিনের যাতায়াতের জন্য আমরা সবাই বাসে উঠে থাকি আর সেখানেই দেখতে পাই বাস কন্ডাক্টরদের (Bus Conductor)। কখনো খেয়াল করে দেখেছেন কেনো তারা হাতের আঙ্গুলে সর্বদাই নোট গুঁজে রাখে। সাথে তাদের ব্যাগ থাকলেও আমরা দেখি যে কিছু নোট তাঁরা হাতের ফাঁকে রেখে দেন। ব্যাগের মধ্যে বাকি নোট এবং খুচরো পয়সা রাখেন। এর পিছনের আসল রহস্য জানা আছে কি?
কিন্তু কেন এমন করা হয়, তা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ আছে। একটি অনলাইন প্ল্যাটফর্ম এ একজন এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। তার উত্তরে বিভিন্ন ধরনের মতামত জানা যায়। সাধারণত বিষয়টি নিয়ে অনেক মতবাদ থাকলেও একটি জবাবে সকলেই একমত হয়েছেন। তাহলে জেনে নিতে হবে বাস কন্ডাক্টরদের (Bus Conductor) এহেন আচরণের আসল কারণ।
আরও পড়ুন ? ট্রেনের ভরসার দিন শেষ! এবার হাওড়া থেকে সরাসরি দীঘা বাস চালাবে SBSTC, দেখুন টাইমটেবিল
সাধারণত একটি বাসে অনেক যাত্রী থাকে। তার মধ্যে এমন অনেক যাত্রী থাকে যারা আবার বড় নোট দিয়ে থাকেন। আর পরিবর্তে চায় খুচরো। ফলে কন্ডাক্টরদের (Bus Conductor) মাঝে মধ্যে খুচরো করতে হয়। হয়তো এই কারণেই কন্ডাক্টররা ১০০, ৫০, ২০ এবং ১০ টাকার নোটগুলি হাতের আঙুলের ফাঁকে রেখে দেন। এই পদ্ধতি অবলম্বন করলে টাকা লেনদেনে সুবিধা হয় তাঁদের। এটাই কিন্তু এই আচরণের আসল কারণ।
যারা নিয়মিত কলকাতায় যাতায়াত করে তারা নিশ্চয়ই দেখেছে কন্ডাক্টরদের মধ্যেই এমন ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছে। বেসরকারি সব ধরনের বাসগুলিতে এমন ছবি প্রায় দেখা যায়। সরকারি বাসে সাধারণত এমন ছবি খুব কম থাকে।