নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের শুক্রবার ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express), যশবন্তপুর হাওড়া হামসফর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে তা শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় পরিণত হয়। এই রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এখনো পর্যন্ত দাঁড়িয়েছে ২৮৮ এবং আহতের সংখ্যা এক হাজারের বেশি।
ভয়ঙ্কর এই রেল দুর্ঘটনার পর কেন্দ্র, রাজ্য সরকারগুলির পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এবং সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এমনকি এই রেল দুর্ঘটনায় মর্মাহত হয়ে টলমল অবস্থায় থাকলেও গৌতম আদানি সাহায্যের হাত বাড়িয়েছেন। ঠিক সেই রকমই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেল মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্সকেও (Reliance)।
আম্বানি পরিবারের রিলায়েন্স ফাউন্ডেশন এই দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ ঘোষণা করেছে। তাদের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ১০টি পয়েন্ট তৈরি করা হয়েছে। সেই ১০ টি পয়েন্টের হিসাব অনুযায়ী দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য করবে রিলায়েন্স ফাউন্ডেশন।
১) বিপর্যয়স্থলে জিও বিপি নেটওয়ার্ক থেকে অ্যাম্বুলেন্সে বিনামূল্যে জ্বালানি সরবরাহ করা হবে।
২) ক্ষতিগ্রস্ত পরিবারগুলি রিলায়েন্স স্টোর থেকে আগামী ৬ মাস বিনামূল্যে রেশন দেওয়া হবে। সেক্ষেত্রে তাদের দেওয়া হবে আটা, চিনি, ডাল, চাল, লবণ এবং রান্নার তেল।
৩) আহতদের বিনামূল্যে ওষুধ এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
৪) দুর্ঘটনার পর মানসিক এবং মনো সামাজিক সহায়তার জন্য বিনামূল্যে কাউন্সিলিং।
৫) মৃতদের পরিবারের একজন সদস্যকে জিও এবং রিলায়েন্স রিটেলে চাকরি।
৬) প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ, হুইল চেয়ার ইত্যাদি দিয়ে করা হবে সহযোগিতা।
৭) প্রভাবিত ব্যক্তিদের নতুন কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিশেষ প্রশিক্ষণ।
৮) এই দুর্ঘটনায় যারা তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়েছেন তাদের স্বনির্ভর করে তোলার জন্য ক্ষুদ্রঋণ এবং প্রশিক্ষণের বন্দোবস্ত।
Reliance Foundation Chairperson Mrs Nita Ambani announces a 10-point programme to support those affected by the unfortunate #OdishaTrainAccident.
Read the media release here: https://t.co/DSyrvVch2F pic.twitter.com/iVeKG3sAKr
— Reliance Foundation (@ril_foundation) June 5, 2023
৯) দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ এলাকার বাসিন্দাদের গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগির মতো গবাদি পশু সরবরাহ করে বিকল্প জীবিকার বন্দোবস্ত করে দেওয়া।
১০) এক বছরের জন্য বিনামূল্যে মোবাইল পরিষেবা প্রদান শোকাহত পরিবারগুলির জন্য।