নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে নিজেদের রাজত্ব তৈরি করেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও (Jio)। গ্রাহকদের প্রতিনিয়ত নতুন নতুন অফার উপহার দিয়ে এই টেলিকম সংস্থা এখন কোটি কোটি মানুষের মন জয় করে ফেলেছে। এই টেলিকম সংস্থার তরফ থেকে কেবলমাত্র নতুন নতুন অফার দেওয়া হচ্ছে তাই নয়, এর পাশাপাশি প্রযুক্তিগত দিক দিয়েও তারা অন্যান্যদের থেকে অনেক এগিয়ে রয়েছে।
দেশে প্রথম 4G, দেশে প্রথম 5G পরিষেবা লঞ্চ করার পাশাপাশি এবার এই টেলিকম সংস্থা তৈরি করতে চলেছে একটি বিশাল সুপার AI কম্পিউটার (Supercomputer)। এই সকল সুপার কম্পিউটারের সুবিধা পাবেন দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এমন সুপার কম্পিউটার তৈরির বিষয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মার্কিন টেক কোম্পানি ইনভিডিয়ার মধ্যে চুক্তি হয়েছে। সেই চুক্তির ভিত্তিতেই এবার তারা এআই সুপার কম্পিউটার বানাতে চলেছে।
চুক্তির পরিপ্রেক্ষিতে দুই সংস্থার তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, দুই সংস্থার চুক্তির ভিত্তিতে একটি বিশাল এআই সুপার কম্পিউটার তৈরি করা হবে। এই মুহূর্তে ভারতে যে সকল সুপার কম্পিউটার রয়েছে তাদের থেকেও অনেক বেশি শক্তিশালী হবে নতুন এই এআই সুপার কম্পিউটার। এছাড়াও দেশের বিভিন্ন ভাষার পরিপ্রেক্ষিতে এই দুই সংস্থা একটি এআই অ্যাপ্লিকেশন তৈরি করবে যা দেশের বিপুল জনসংখ্যার মানুষদের জন্য বিশেষভাবে কাজ করবে।
নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য মার্কিন টেক কোম্পানি এনডিভিডিয়া GH200 গ্রেস হপার সুপার চিপ এবং DGX ক্লাউড সরবরাহ করবে। GH200 গ্রেস হপার সুপার চিপ খুব আধুনিক এবং দ্রুত কম্পিউটিং সুবিধা দেবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যে পরিকল্পনা গ্রহণ করেছে তা ভারতে যুগান্তকারী এক পরিবর্তন এনে দেবে বলেই আশা করা হচ্ছে।
কেননা সংস্থার তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতি অনুযায়ী, যে এআই অ্যাপ্লিকেশন তৈরি করার পথে হাঁটছে এই দুই সংস্থা তার সুবিধা ৪৫০ মিলিয়ন জিও গ্রাহকরা পাবেন। এটি বৈজ্ঞানিক গবেষণা এবং স্টার্টআপ পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়াও দেশের কৃষকরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন। কেননা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্থানীয় ভাষায় তারা কৃষি এবং আবহাওয়া সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। এছাড়াও এই অ্যাপ্লিকেশন চিকিৎসা খাতে ব্যাপক বদল আনবে।