Reliance Car: টাটা মাহিন্দ্রাকে কড়া টক্কর দিতে মার্কেটে নতুন গাড়ি আসতে চলেছে, তবে কোন বিদেশী কোম্পানি নয় একেবারে দেশীয় কোম্পানি এই গাড়ি লঞ্চ করতে চলেছে মার্কেটে। অনিল আম্বানির (Anil Ambani) মালিকানাধীন রিলায়েন্স গ্রুপ অবশেষে প্রবেশ করতে চলেছে গাড়ির ব্যবসাতে। কেমন হবে রিলায়েন্সের এই নতুন গাড়ি? শোনা যাচ্ছে অনিল আম্বানির রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি তৈরির পরিকল্পনা তৈরি করেছে। ইতিমধ্যে রিলায়েন্স ইনফ্রার সঙ্গে যুক্ত হয়েছে চিনের জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি (BYD) এর প্রাক্তন কর্মকর্তা।
একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার ইভি প্ল্যানটি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। ইভি প্ল্যান্টের জন্য কত খরচ হবে তার পরিকল্পনা শুরু হয়ে গেছে এখন থেকেই। আশা করা হচ্ছে এই প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে আড়াই লাখ গাড়ি। ভবিষ্যতে এখান থেকে উৎপাদন হবে ৭.৫০ লক্ষ গাড়ি (Reliance Car) । এছাড়াও, কোম্পানিটি ১০ গিগাওয়াট ঘণ্টা (GWh) ক্ষমতার একটি ব্যাটারি প্ল্যান্টও স্থাপন করতে চায়। পরে অবশ্য ৭৫ গিগাওয়াট ঘন্টা পরে বৃদ্ধি হবে। রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার তাদের পরিকল্পনা বিষয়ে কিছুই জানায়নি। এই প্রতিবেদনে জানতে পারবেন বিস্তারিত সমস্ত কিছুই।
রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার আসলে অনিল আম্বানির কোম্পানি, তারা সম্প্রতি প্রকল্পের (Reliance Car) জন্য BYD-এর প্রাক্তন আধিকারিক সঞ্জয় গোপালকৃষ্ণানকে যোগ দিয়েছে৷ প্রকল্পে পরামর্শদাতা হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। মুকেশ অম্বানির ছোট ভাই অনিল অম্বানি ব্যবসা থেকে আলাদা হয়ে যান ২০০৫ সালে। সম্পত্তি আলাদা হওয়ার পর অনিল আম্বানির বিভিন্ন কোম্পানি সেইভাবে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেনি, পাশাপাশি মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তেল, গ্যাস, টেলিকম এর মতো বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি সফলতা অর্জন করেছেন।
আরো পড়ুন: মার্কেটে এলো হিরোর নতুন বাইক, অত্যাধুনিক ফিচারস মন জিতবে আমজনতার
মুকেশ আম্বানি সম্প্রতি একটি ব্যাটারি উৎপাদনকারী কোম্পানি খুলতে চলেছে। এছাড়াও, টেসলা তাদের ভারতের প্ল্যান্টের জন্য সঠিক জায়গা খুঁজে এবং খুব শীঘ্রই ভারতীয় মার্কেটে তাদের আধিপত্য বিস্তার করবে। অনিল আম্বানি যদি এই প্ল্যাটফর্মে নিজের সফলতা দেখাতে পারেন তাহলে একদিন দুই ভাই সমানে সমানে টক্কর করবে। ভারতে যত গাড়ি বিক্রি হচ্ছে তার মধ্যে দুই শতাংশ হল ইভি গাড়ি। পরিবেশের কথা মাথায় রেখে সরকার যায় এর পরিমাণ আরো বৃদ্ধি করতে। এই কারণে ইভি, ব্যাটারি ও যন্ত্রাংশ তৈরির জন্য ৫ বিলিয়ন ডলারের প্রোগ্রাম পরিচালনা করেছেন।
রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার তার পরিকল্পিত গাড়ির (Reliance Car) জন্য চিন সহ অনেক জায়গায় অংশীদার খুঁজছে। এই গাড়ির জন্য ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে দুটি সহযোগী প্রতিষ্ঠানের সাথে। তার মধ্যে একটি প্রতিষ্ঠান হল রিলায়েন্স ইভি প্রাইভেট লিমিটেড। বর্তমানে গাড়ির মার্কেটে টাটা হল এমন একটি সংস্থা যা সবথেকে বেশি পরিমাণে ইভি গাড়ি উৎপাদন করছে। তালিকায় রয়েছে মাহিন্দ্রার নামও। Maruti Suzuki এবং Hyundai ২০২৫সালের মধ্যে EV মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে।