নিজস্ব প্রতিবেদন : অল্প খরচে ইন্টারনেট সহ আনলিমিটেড কল, কমদামে ৪জি ফোন, নতুন নতুন অ্যাপ ইত্যাদি এনে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ভারতের টেলিকম প্রযুক্তিতে বিপ্লব এনেছে একথা অনস্বীকার্য। পাশাপাশি তাদের এই নতুন নতুন অফার অথবা আবিষ্কারের খামতি নেই। এবার তারা এমন একটি সুবিধা আনলো যা এর আগে কোনও টেলিকম সংস্থা দিয়েছে কিনা কারোর জানা নেই।
মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও সম্প্রতি নিয়ে এসেছে ’emergency data loan’ ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা জরুরিকালীন ডেটা ধার পাবেন কোনো রকম রিচার্জ না করেই। ডেটা ধার হিসেবে দেওয়ার পর পরে তা পরিশোধ করতে হবে গ্রাহকদের। সংস্থার এই অফার আসলে ‘রিচার্জ নাও এন্ড পে লেটার’ সুবিধার মতই। অর্থাৎ এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে যদি কারোর দৈনিক ডেটা শেষ হয়ে যায়, সে ক্ষেত্রে তিনি জরুরী ভিত্তিতে কোম্পানির থেকে ডেটা ধার নিতে পারবেন এবং পরে তা পরিশোধ করতে পারবেন।
সংস্থার তরফ থেকে জানা গিয়েছে এই পরিষেবার মধ্য দিয়ে গ্রাহকরা সর্বাধিক ৫ জিবি পর্যন্ত ডেটা ধার হিসেবে নিতে পারবেন। পরে সেই ডেটার দাম পরিশোধ করতে হবে। প্রতিটি প্যাকে পাওয়া যাবে ১ জিবি ডেটা। এক্ষেত্রে প্রতি ১ জিবি ডেটার জন্য ধার্য করা হবে ১১ টাকা।
গ্রাহকদের এই সুবিধা পেতে অবশ্যই তাদের স্মার্টফোনে রাখতে হবে MyJio অ্যাপ। সেই অ্যাপের মেনুতে রয়েছে ’emergency data loan’ অপশনটি। সেটি বেছে নেওয়ার পর ‘Proceed’ বটনে ক্লিক করতে হবে এবং ‘Get emergency data’ অপশন বেছে নিতে হবে। এরপর কত জিবি ডেটা নিতে চান তা বেছে নিয়ে ‘Active now’ বটনে ক্লিক করে দিতে হবে।