সংকটের মাঝে স্বস্তি, ভারতে হু হু করে কমছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

নিজস্ব প্রতিবেদন : ভারতে লাগাতার করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়া দুশ্চিন্তায় ফেলে দিয়েছে দেশের বাসিন্দাদের। আক্রান্তের সংখ্যা প্রতিদিন এতটাই বেড়ে চলেছে ছিল যে একটা সময় দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই। তবে এবার স্বস্তি।

অবশেষে দিন কয়েক ধরেই হু হু করে কমছে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্ত ও মৃতের সংখ্যার এই নিম্নমুখী গ্রাফ স্বাভাবিকভাবেই স্বস্তি দিচ্ছে দেশের বাসিন্দাদের। আক্রান্তের সংখ্যা স্বস্তি দেওয়ার পাশাপাশি আরও স্বস্তি দিচ্ছে প্রতিনিয়ত দেশে বেড়ে চলা সুস্থ হয়ে ওঠার সংখ্যা। ফলত বর্তমানে ভারতের করোনা পরিস্থিতির গ্রাফ রীতিমতো আশার আলো দেখাচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের তরফ থেকে করোনা সংক্রান্ত যে পরিসংখ্যান পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ২৬৭। এই আক্রান্তের সংখ্যা গত দিনের আক্রান্তের সংখ্যা তুলনায় কমেছে প্রায় ১৩ হাজার। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৬ লক্ষ ৮৫ হাজার ৮৩।

অন্যদিকে বর্তমানে দৈনিক মৃতের সংখ্যাও কমে হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা ৮৮৪। বর্তমানে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩ হাজার ৫৬৯।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৫ হাজার ৭৮৭ জন। যার পরেই দেশে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ৫৬ লক্ষ ৬২ হাজার ৪৯১ জন। বর্তমানে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ১৯ হাজার ২৩।

শতাংশের দিক দিয়ে বিচার করলে দেশে বর্তমানে সক্রিয় রোগীর হার ১৩.৭৫ শতাংশ। সুস্থ হয়ে ওঠার হার ৮৪.৭০ শতাংশ। অন্যদিকে মৃতের হার মাত্র ১.৫৫ শতাংশ।