ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট বাইডেন, দেখে নিন আমেরিকার প্রদেশ ভিত্তিক ফলাফল

নিজস্ব প্রতিবেদন : শেষ পর্যন্ত ট্রাম্পকে হারিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচনে জয়ী হলেন ডেমোক্রাট প্রার্থী এবং বারাক ওবামার (Barack Obama) আমলের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। অন্যদিকে প্রথম কোন ভারতীয় বংশোদ্ভুত হয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসাবে জয়ী হলেন কমলা হ্যারিস (Kamala Harris)। তিনি শুধু ভারতীয় বংশোদ্ভূত নন, পাশাপাশি তিনিই প্রথম কোন ভাইস-প্রেসিডেন্ট হচ্ছেন যিনি মহিলা এবং কৃষ্ণাঙ্গ। দুজনের এই জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) দু’জনকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং একসাথে কাজ করার জন্য মুখিয়ে আছেন বলেও বার্তা দিয়েছেন।

নির্বাচনের সময় থেকেই মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম একটা বার্তা দিচ্ছিল যে ট্রাম্প (Donald Trump) এবার হয়তো হারতে চলেছেন। সেক্ষেত্রে সে সকল সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ট্রাম্প ৮-১০% ভোট পিছিয়ে থাকতে পারেন জো বাইডেনের থেকে। কিন্তু ফলাফল বের হওয়ার পর দেখা গিয়েছে তার থেকেও অনেক বেশি ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। তাহলে এই জো বাইডেন এত ভোট কোন কোন প্রদেশে থেকে পেলেন? চলুন দেখে নেওয়া যাক সেই ফলাফলের তালিকা।

আমেরিকার প্রদেশ ভিত্তিক ফলাফল

ডেমোক্র্যাটের জো বাইডেন পেয়েছেন মোট ২৭৯। যার মধ্যে রয়েছে ওয়াশিংটন ১২, অরিগন ৭, ক্যালিফোর্নিয়া ৫৫, নিউ মেক্সিকো ৫, কলোরাডো ৯, হাওয়াই ৪, মিনেসোটা ১০, ইলিনয়েস ২০, উইসকনসিন ১০, মিশিগান ১৬, ভার্জিনিয়া ১৩, মেরিল্যান্ড ১০, ডেলাওয়্যার ৩, নিউ জার্সি ১৪, কানেক্টিকাট ৭, নিউইয়র্ক ২৯, ভারমন্ট ৩, নিউ হ্যাম্পশায়ার ৪, ম্যাসাচুসেট্স ১১, মাইনি ৩, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ৪, অ্যারিজোনা ১১, পেনসিলভেনিয়া ২০, নেভাদা ৬।

রিপাবলিকানের ট্রাম্প পেয়েছেন ২১৪। যার মধ্যে মন্টানা ৩, ইডাহ ৪, উটা ৬, উওমিং ৩, নর্থ ডাকোটা ৩, সাউথ ডাকোটা ৩, নেব্রাক্সা ৫, কানসাস ৬, ওকলাহোমা ৭, টেক্সাস ৩৮, লুইসিয়ানা ৮, মিসিসিপি ৬, আলাবামা ৯, টেনিসি ১১, কেনটাকি ৮, ইন্ডিয়ানা ১১, ওহাইও ১৮, ওয়েস্ট ভার্জিনিয়া ৫, সাউথ ক্যারোলিনা ৯, মিসৌরি ১০, ফ্লোরিডা ২৯, আইওয়া ৬, মাইনি ১।