Haldia to Kolkata SBSTC Bus Service: আরও সহজে যাওয়া যাবে হলদিয়া থেকে কলকাতা, বন্ধ হয়ে যাওয়া বাস ফেরালো SBSTC

নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের ক্ষেত্রে যেমন রেল পরিষেবার গুরুত্ব অপরিসীম, ঠিক সেই রকমই অপরিসীম বাস পরিষেবাও (Bus Service)। আবার বাস পরিষেবায় সাধারণ মানুষরা সব সময় সরকারি বাসের দিকে তাকিয়ে থাকেন। কেননা সরকারি বাসে যেমন কম খরচে যাতায়াত করা যায় ঠিক সেই রকমই সময়ও অনেক কম লাগে।

এসবের পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন রুটে নতুন নতুন বাস চালু করে সাধারণ মানুষদের যোগাযোগ ব্যবস্থাকে অনেক সহজ সরল করছে। রাজ্যের সরকারি বাস পরিষেবা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC) এসব দিক তাকিয়েই এবার হলদিয়া থেকে কলকাতা বন্ধ হয়ে যাওয়া একটি বাস পুনরায় চালু করল। আগে এই বাস চালু থাকলেও পরবর্তীকালে তা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সাধারণ মানুষেরা বারবার সেই বাস পুনরায় চালুর দাবি তুলছিলেন। আর সেই সকল দাবি যাওয়ার পরিপ্রেক্ষিতেই পুনরায় চালু হলো হলদিয়া থেকে কলকাতা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস পরিষেবা (Haldia to Kolkata SBSTC Bus Service)।

পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত পুনরায় ওই বাস যাত্রা শুরু করল বুধবার থেকে। হলদিয়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে হলদিয়া যাতায়াতের পথে ওই বাসটি চৈতন্যপুর, মহিষাদল, তমলুক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার উপর দিয়ে যাবে। আপাতত এই রুটে একটি বাস চালু হলো বুধবার। এক্ষেত্রে যাত্রী চাহিদা কেমন রয়েছে তার ওপর ভিত্তি করে পরবর্তী কোন বাস চালু করা যায় কিনা তা নিয়ে পর্যালোচনা করবে এসবিএসটিসি।

আরও পড়ুন 👉 ট্রেনের ভরসার দিন শেষ! এবার হাওড়া থেকে সরাসরি দীঘা বাস চালাবে SBSTC, দেখুন টাইমটেবিল

নতুন করে পরিষেবা শুরু করা ওই বাসটি প্রতিদিন হলদিয়া থেকে সকাল ৯টার সময় ছাড়বে এবং দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে পৌঁছে যাবে কলকাতা। এরপর আবার দুপুর ২ টোর সময় কলকাতা থেকে বাসটি হলদিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। কলকাতা থেকে রওনা দেওয়ার পর বাসটি সন্ধ্যা ৫টা থেকে ৬টার মধ্যে হলদিয়ায় পৌঁছে যাবে। হলদিয়া থেকে কলকাতা অথবা কলকাতা থেকে হলদিয়া ওই বাসে যাতায়াত করার ক্ষেত্রে সময় নেবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা।

হলদিয়া থেকে কলকাতা সরাসরি এই বাস পরিষেবা চালু হওয়ার ক্ষেত্রে এলাকার বাসিন্দারা যেমন অল্প সময়ের মধ্যে কলকাতায় পৌঁছে যেতে পারবেন ঠিক সেই রকমই খুব বেশি ভাড়াও বলতে হবে না। এক্ষেত্রে যাত্রীদের থেকে নেওয়া হবে ১০৯ টাকা। অন্যদিকে এই বাসের টাইম টেবিল যা রাখা হয়েছে তাতে এলাকার বাসিন্দাদের যাতায়াতে অনেক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।