একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন চালু করলো পূর্ব রেল, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের কারণে পুনরায় লোকাল ট্রেনের পরিষেবা চালু না হলেও একাধিক মেল এবং এক্সপ্রেস ট্রেন চালু করার পদক্ষেপ নিলো পূর্ব রেল। আগে এই সকল ট্রেন পূর্ব রেলে তরফে সাময়িকভাবে বাতিল করে দেওয়া হয়েছিল পর্যাপ্ত যাত্রীসংখ্যা অভাব এবং পরিচালন গত পরিকাঠামোর অভাবে। তবে পুনরায় এই সকল ট্রেন চালু করার পথে হাঁটছে পূর্ব রেল।

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই বেশ কয়েক জোড়া এক্সপ্রেস এবং মেল ট্রেন চালু করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। শুধু ঘোষণা নয় ইতিমধ্যেই ওই একাধিক ট্রেন চলাচল করা শুরু করে দিয়েছে। পূর্ব রেলের তরফ থেকে প্রকাশিত সেই সকল ট্রেনের তালিকা দেখে নেওয়া যাক এক নজরে।

১) ০২৩৪১/০২৩৪২ হাওড়া-আসানসোল-হাওড়া ইন্টারসিটি স্পেশাল : এই স্পেশাল ট্রেনটি প্রতিদিন চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

২) ০২৩৩৭/০২৩৩৮ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন- হাওড়া ইন্টারসিটি স্পেশাল : এই ট্রেনটিও প্রতিদিন চালানো হবে।

৩) ০৩০১১/০৩০১২ হাওড়া-মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি স্পেশাল। প্রতি দিন চলবে এই ট্রেন।

৪) ০২৩৩৯ হাওড়া-ধানবাদ ইন্টারসিটি স্পেশাল : প্রতিদিন চলবে।

৫) ০৩৪৬৫/০৩৪৬৬ হাওড়া-মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি স্পেশাল : প্রতিদিন চালানো হবে।

৬) ০৩১৮৭/০৩১৮৮ শিয়ালদহ-রামপুরহাট-শিয়ালদহ ইন্টারসিটি স্পেশাল : প্রতিদিন চলবে।

পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী এই সকল ট্রেন ইতিমধ্যেই চলাচল করা শুরু করে দিয়েছে। পাশাপাশি আরও কয়েক জোড়া স্পেশাল ট্রেন আগামী ২৯ জুন থেকে চলাচল করা শুরু করছে।

১) ০২৩৪০ ধানবাদ-হাওড়া ইন্টারসিটি স্পেশাল : প্রতিদিন চলবে।

২) ০৩৫১১/০৩৫১২ টাটানগর-আসানসোল-টাটানগর ইন্টারসিটি স্পেশাল : চলবে মঙ্গলবার, শুক্রবার ও রবিবার।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে এই সকল স্পেশাল ট্রেন গুলি তে যাত্রীদের যাতায়াত করার জন্য কঠোরভাবে মেনে চলতে হবে কোভিড বিধি নিষেধ।