নিজস্ব প্রতিবেদন : বলিউডের উঠতি জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু দেখতে দেখতে পেরিয়ে গেল এক মাস। তবে এখনো তার মৃত্যুর কারণ অধরা। যেমনটা আগেও অনেক তারকার মৃত্যুর ক্ষেত্রে কারণ অধরা থেকেছে, সুশান্ত অনুরাগীদের আশঙ্কা এক্ষেত্রেও তেমনটা হবে নাতো! আর সুশান্তের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ নিয়ে বলিউড দুই ভাগে বিভক্ত। বলিউডের একাধিক তারকার বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন বলিউডের অন্য অংশ এবং সুশান্ত অনুরাগীরা। অন্যান্য বলিউড তারকাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পাশাপাশি অভিযোগ করতে থাকে সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধেও। তবে রিয়া চক্রবর্তীকে এযাবত কোন ভাবেই মুখ খুলতে দেখা যায়নি। সুশান্তের শেষকৃত্যে শেষবার দেখা গেলেও তিনি ছিলেন নীরব। আর এক মাস পর সেই নীরবতা কাটালেন রিয়া। নীরবতা কাটিয়ে কলম ধরলেন সোশ্যাল মিডিয়ায়।
নীরবতা কাটিয়ে রিয়া চক্রবর্তী ইনস্টাগ্রামে সুশান্তের সাথে পুরাতন একটি ছবি পোস্ট করে লম্বা লেখা লিখলেন। আর এই ৩০ দিন যখন রিয়া চুপ ছিলেন তখন তাকে নিয়ে অনেক কথা এসেছে সোশ্যাল মিডিয়ায়। রিয়া চক্রবর্তীকে নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে, সুশান্ত সিং রাজপুতের সাথে তার সম্পর্কের গভীরতা নিয়ে, পরিচালক মহেশ ভাটের সাথে তার সম্পর্ক নিয়ে। সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। আর এসব হলেও একবারও কোন রকম ভাবে মুখ খুলতে দেখা যায় নি রিয়া চক্রবর্তীকে। আর এই মুখ না খোলা নিয়ে অনেকেই চিন্তায় করেছিলেন কেন এমন নীরবতা, যখন সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ মানুষ তার সমালোচনায় মত্ত।
যার পরেই এদিন ইনস্টাগ্রামে রিয়া চক্রবর্তী লিখেছেন, “আমাকে এখনো নিজের আবেগের মুখোমুখি হতে লড়াই করতে হচ্ছে। তুমি আমাকে ভালবাসায় বিশ্বাস করতে শিখিয়েছিলে, ভালোবাসার ক্ষমতা কতটা বুঝিয়েছিলে। তুমি বুঝিয়ে ছিলে অঙ্কের এক একটা সমীকরণ কিভাবে জীবনে ফলে যায়। জানি তুমি এখন অনেক শান্তিতে আছো। চাঁদ তারারা পৃথিবীর সবথেকে বড়ো পদার্থ বিজ্ঞানীকে দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে নিয়েছে নিশ্চয়। তুমি এই পৃথিবীর আশ্চর্যতম সুন্দর মানুষ ছিলে। তোমার প্রতি আমার ভালোবাসা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা মুক্ত হৃদয় নিয়ে তুমি সবকিছুকে ভালোবাসতে। শান্তিতে থেকো সুশি। তোমায় ছাড়া ৩০ দিন হয়েছে। কিন্তু আজীবন তোমায় ভালোবেসে যাবো….।”
তবে রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের সাথে তার পুরাতন ছবি দিয়ে এমন লম্বা-চওড়া লেখনী লিখলেও সুশান্ত অনুরাগীরা তার এমন লেখনী নিয়েও তাকে খোঁচা দিতে ছাড়ছেন না। রিয়া চক্রবর্তীকে ইনস্টাগ্রামে আনফলো করার ডাক তুলেছেন তারা। কেউ আবার তাকে ‘সুযোগ সন্ধানী’ বলেও কটাক্ষ করেছেন। তবে একের পর এক কটাক্ষ থাকলেও বেশকিছু মানুষ রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন।