Rimita Saha UPSC: ছেড়ে দিয়েছেন একের পর এক চাকরি! বাংলার সেই রিমিতাই UPSC ক্র্যাক করে গড়লেন নজির

Prosun Kanti Das

Published on:

Advertisements

Rimita Saha set a precedent by cracking UPSC despite leaving one job after another: প্রথম থেকেই লক্ষ্য ছিল আইএএস অফিসার হবার। সেই লক্ষ্য পূরণের দিকে একটু একটু করে এগিয়ে চলেছিলেন তিনি। লোভনীয় চাকরির প্রস্তাব অবলীলায় দূরে সরিয়ে দিয়েছেন। দীর্ঘদিনের একনিষ্ঠ অধ্যাবসায় শেষ পর্যন্ত সাফল্য এনে দিয়েছে মধ্যমগ্রামের রিমিতাকে। ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম ইউপিএসসি পরীক্ষায় ৫৬৬ তম র‍্যাঙ্ক করে সফল হয়েছেন মধ্যমগ্রামের রিমিতা সাহা (Rimita Saha UPSC)। তার সাফল্যে এলাকাবাসী গর্বিত। রিমিতার কথায় এ যেন এক যুদ্ধ জয়।

Advertisements

ছোটবেলা থেকেই বেশ মেধাবী ছিলেন মধ্যমগ্রামের রিমিতা (Rimita Saha UPSC)। মাধ্যমিক উচ্চমাধ্যমিকেও তার রেজাল্ট যথেষ্ট ভালো হয়। উচ্চমাধ্যমিকের পর রিমিতার বাবা তাকে জিজ্ঞেস করেন যে সে কি নিয়ে এগোতে চায় ভবিষ্যৎ জীবনে? রিমিতা বেছে নেয় ইঞ্জিনিয়ারিংকে। তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেন গোল্ড মেডেল নিয়ে। এরপর এমটেক করার উদ্দেশ্যে ভর্তি হন দিল্লি আইআইটি তে। এলাকায় মেধাবী ছাত্রীরূপে পরিচিত রিমিতা দিল্লি আইআইটিতেও গোল্ড মেডেলিস্ট হন।

Advertisements

খুব স্বাভাবিক নিয়মেই দেশ, বিদেশের বেশ কিছু বড় কোম্পানিতে চাকরির সুযোগ আসে তার। কিন্তু রিমিতার স্বপ্ন আইএএস অফিসার হবার। দেশের জন্য কিছু করতে চান তিনি। অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘদিনের অধ্যাবসয়ের ফলে সাফল্য আসে তার জীবনে। ইউপিএসসি ক্র্যাক করে তিনি যে সাফল্য অর্জন করেছেন, তার পিছনে পরিবারের সদস্যের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন রিমিতা। রিমিতার (Rimita Saha UPSC) মা জানান, ছোটবেলা থেকেই রিমিতা পড়াশোনায় খুব ভালো। পরীক্ষায় ভালো ফল করলে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হত। তখনও ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করত সে। কোন বিষয়ে একাগ্রতার সাথে চেষ্টা করলে সাফল্য হাতে আসবেই।

Advertisements

আরও পড়ুন ? Swati Mohan Rathod UPSC: 12th Fail-ও ফেল! আধপেটা সবজি বিক্রেতা দম্পতির মেয়ে ৫ বারের চেষ্টায় UPSC-তে সফল

তরুণ প্রজন্মের জন্য রিমিতা বলেন, “শুধু লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে”। বাবা-মা বা পরিবারের অন্যান্য সদস্যরা পাশে থাকলে আর কিছুই লাগে না। তিনি জানান, বেশ কয়েকটা ভালো চাকরির অফার পেয়েছিলেন তিনি। কিন্তু ইউপিএসসির জন্য প্রস্তুতি নেবার কারণে আলাদাভাবে চাকরিতে যোগ দিতে চাননি তিনি। তার এই সিদ্ধান্তকে সম্পূর্ণরূপ সমর্থন করেছে তার বাবা ও পরিবারের বাকি সদস্যরা। সবাই তার পাশে থেকেছে। তাই জন্য আজ এই সাফল্য অর্জন করতে পেরেছে সে।

রিমিতার বোন ডাক্তারি পড়ছেন। দিদির সাফল্যে খুশি তিনিও। তার বোন জানায়, দিদি যেন একটা যুদ্ধ শুরু করেছিল। এই সাফল্যের মধ্যে দিয়ে তা শেষ হলো। গোটা পরিবার ওর পাশে ছিল এই যুদ্ধে। রিমিতার সাফল্যে খুশি তার প্রতিবেশীরাও। তাদের মতে রিমিতার এই সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদের কে অনুপ্রেরণা দেবে। একাগ্রচিত্রে লক্ষ্য পূরণের জন্য লড়তে উৎসাহিত করবে। ইউপিএসসির ফল ঘোষনা হবার পর রিমিতা (Rimita Saha UPSC) কে তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন পরিবার-পরিজন আত্মীয় প্রতিবেশী প্রত্যেকে।

Advertisements