বাসের সাথে বাইকের সংঘর্ষে আগুন, পুড়ে ছাই বাইক

লাল্টু : রবিবার সাতসকালেই পথদুর্ঘটনা বীরভূমে। বাসের সাথে একটি বাইকের সংঘর্ষের ঘটনা ঘটে। যে ঘটনায় আগুন ধরে যায় বাইকটিতে। মুহুর্তের মধ্যে সকলের চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে বাইকটি। আগুনের কারণে পুড়ে ছাই হয়ে যায় ওই বাইক। যদিও স্থানীয়দের তৎপরতায় প্রাণ রক্ষা হয় ওই বাইক চালকের।

রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ-মোড়গ্রাম ৬০ নং জাতীয় সড়কের উপর দুবরাজপুর থানার অন্তর্গত দরবেশ পাড়া এবং কোল্ড স্টোরেজের মাঝে। দুর্ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং ওই বাইক আরোহীকে উদ্ধার করেন। আর সেই মুহূর্তেই আচমকা বাইকে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় বাইকের আগুন নেভানো সম্ভব হয়। যদিও ততক্ষণে বাইকের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ আহত ওই বাইক চালককে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। যদিও ওই বাইক আরোহীর পরিচয় জানা যায়নি।

রবিবার সাতসকালে এই পথ দুর্ঘটনা এবং বাইকে আগুন লেগে যাওয়ার ঘটনায় সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক এবং যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।