বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত ২ শ্রমিক, আহত ৩

হিমাদ্রি মণ্ডল : সাঁইথিয়া ব্লকের অন্তর্গত পুরন্দরপুরের কাছে সাংড়া গ্রামের সিউড়ি থেকে আমোদপুর যাওয়ার রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটনা ঘটলো শনিবার দুপুরবেলা। দুর্ঘটনায় মৃত ২ শ্রমিক, আহত আরও ৩ জন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাংড়া গ্রামের কাছে রাস্তার ধারে খড় বোঝাইয়ের কাজ করছিলেন ৭ জন শ্রমিক। তখনই বেলাগাম গতিতে আসছিল একটি ডাম্পার। পাশাপাশি সমান গতি ছিল একটি ট্রাক্টরের। এই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। তারপরই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে কর্মরত শ্রমিকদের। ঘটনাস্থলেই ডাম্পারের চাকায় পিষে মারা যান ২ জন শ্রমিক, আহত হন আরও ৩ জন শ্রমিক। গুরুতর আহত ৩ শ্রমিকের একজনের জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে আমোদপুর ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে এই দুর্ঘটনার পর দুই জনকে আটক করা হয়েছে। বাকি ডাম্পার এবং ট্রাক্টরটি ঘটনাস্থলে উল্টে পরে রয়েছে।

রাস্তার ধারে কাজ করা ওই শ্রমিকদের প্রত্যেকেরই বাড়ি লাভপুর থানার অন্তর্গত নাঙ্গলহাট ও আরাল গ্রামে। মৃতরা হলেন মাধাই বাগদি এবং তুলস বাগদি। মৃতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলেই জানিয়েছেন ওই শ্রমিকদের সাথে কর্মরত আরেক শ্রমিক নাগর দাস।