শুধু কোহলি নন, সৌরভ শচীনকে পিছনে ফেলে ইডেনে দুটি রেকর্ড গড়লেন রোহিত শুভমনও

নিজস্ব প্রতিবেদন : টান টান উত্তেজনার মধ্যে দর্শকরা রবিবার পৌঁছে যান ইডেনে। কেননা এটি ছিল এই বছরের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের (Cricket World Cup 2023) ইডেনে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ। ইডেনে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ আবার ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারত ও দক্ষিণ আফ্রিকার (India South Africa) এই ম্যাচ দারুণ জমজমাট হবে আশা করা হলেও শেষ পর্যন্ত তা কিন্তু হলো না। যে কারণে ভারতীয়দের ভারতের জয় মন ভরালেও ক্রিকেটপ্রেমীদের মন ভরাতে পারল না ইডেন।

খেলার দিক দিয়ে মন ভরাতে না পারলেও এদিন মন ভরিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এদিন তার জন্মদিনে তিনি ইডেনের মাঠে নিজের ৪৯ তম এক দিবসীয় ক্রিকেট সেঞ্চুরি গড়ে ফেললেন। এর সঙ্গে সঙ্গেই তিনি লিটল মাস্টার শচীন টেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন। এদিন ভারতের ৩২৬ বড় রান তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার মত দল মাত্র ৮৩ রানে গুটিয়ে যায়। বড় ব্যবধানে জয় এবং কোহলির সেঞ্চুরিতে এখন মত্ত ক্রিকেটপ্রেমীরা। তবে জানেন কি, শুধু কোহলি নন, ইডেনের এই ম্যাচে শচীন সৌরভকে পিছনে ফেলে নতুন একটি রেকর্ড গড়ে ফেললেন রোহিত শুভমন (Rohit Sharma Shubman Gill)।

ইডেনকে বরাবর রোহিত শর্মার (Rohit Sharma) পয়া মাঠ হিসেবে ধরা হয়ে থাকে। এখানেই তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিবসীয় ক্রিকেটে ২৬৪ রান গড়ে বিশ্ব রেকর্ড করেছেন। এদিন অবশ্য ব্যক্তিগতভাবে রানের দিক দিয়ে তেমন নজর কাড়তে পারেননি তিনি। হাফ সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকা অবস্থাতেই আউট হয়ে প্র্যাভিলনে ফেরেন। তবে তারই মধ্যে শুভমনকে (Shubman Gill) সঙ্গে নিয়ে শচীন সৌরভের (Sachin Sourav) রেকর্ড ভেঙে দেন।

রোহিত শর্মা এবং শুভমন গিল জুটি এদিন প্রথম পাঁচ ওভারে ৬১ রান করেন। এটিই হল ভারতীয় ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান। এর আগে ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে প্রথম পাঁচ ওভারে ভারতীয় ক্রিকেট দল করেছিল ৫৭ রান। ২০০৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ছিল ৫০ রান। এইসবকে পিছনে ফেলে এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত এই রেকর্ড গড়ল।

দ্বিতীয় যে রেকর্ডটি রোহিত শর্মা এবং শুভমন গিল গড়েছেন সেটিতে তারা শচীন এবং সৌরভকে পিছনে ফেলে দিয়েছেন। ওই রেকর্ডটি হল, এক বছরে সবচেয়ে বেশি বার এক দিবসীয় ক্রিকেটে পঞ্চাশের বেশি রান করা। ২০২৩ সালে রোহিত শর্মা এবং শুভমন গিল জুটি ১২ বার ৫০ বা তার বেশি রান করেছে। এর আগে এমন রেকর্ড ছিল ১৯৯৮ সালে শচীন এবং সৌরভের। সেই সময় তারা ১০ বার ৫০ বা তার বেশি রান করেছিলেন।