এবারের বিশ্বকাপে শচীনকেও ছাপিয়ে যেতে পারেন রোহিত, হতে পারে এই ৫টি বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদন : ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (Cricket World Cup 2023)। এই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় রবিবার। এই বছর বিভিন্ন দিক দিয়ে বেশ ভালো জায়গায় রয়েছে ভারত। এর পাশাপাশি ভারতের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সামনেও রয়েছে দুটি বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ। যার মধ্যে আবার একটি রেকর্ড গড়লেই শচীনকে টপকে যেতে পারেন।

ক্রিকেট বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের মোট ছয়টি সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে রোহিত শর্মারও রয়েছে ছয়টি সেঞ্চুরি। যুগ্মভাবে শচীন টেন্ডুলকর এবং রোহিত শর্মা ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির অধিকারী। তবে রোহিত শর্মা যদি এবারের বিশ্বকাপে মাত্র একটি সেঞ্চুরি করে ফেলেন তাহলে তিনি শচীন টেন্ডুলকরকে টপকে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যানে পরিণত হবেন।

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়তে পারেন রোহিত শর্মা। এমনটা সম্ভব হলে রোহিত শর্মা ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিতে পারেন। ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরনের খেলা মিলিয়ে ৫৫৩টি ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে রোহিত শর্মার সংগ্রহে রয়েছে ৫৫১ টি। সুতরাং তিনটি ছক্কা মারলেই রোহিত শর্মা হয়ে উঠবেন বিশ্বের সবচেয়ে ছক্কা হাঁকানো ব্যাটসম্যান।

রোহিত শর্মা ছাড়াও এবারের বিশ্বকাপে শুভমন গিল শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড ভেঙে দিতে পারেন। যদিও শুভমন এখন অসুস্থ। ১৯৯৮ সালে শচীন টেন্ডুলকর এক বছরে ১৮৯৪ রান সংগ্রহ করেছিলেন। এই জায়গায় ২০২৩ সালে শুভমন গিল ইতিমধ্যেই ১২৩০ রান সংগ্রহ করে ফেলেছেন। এক্ষেত্রে এই বছর অনেকগুলি ম্যাচ খেলার সুযোগ রয়েছে গিলের সামনে এবং তিনি শচীনকে টপকে যেতেও পারেন।

মহম্মদ শামির সামনে একটি রেকর্ড তৈরির জন্য হাতছানি রয়েছে। তিনি হয়ে উঠতে পারেন বিশ্বকাপের সবচেয়ে উইকেটের অধিকারী ভারতীয় বোলার। যদি তিনি এবারের বিশ্বকাপে নিজের ভালো ফলাফল দেখাতে পারেন তাহলে তিনি একসঙ্গে জাভাগাল শ্রীনাথ এবং জাহির খানকে টপকে যেতে পারেন। তাদের দুজনের সংগ্রহে রয়েছে ৪৪টি উইকেট। অন্যদিকে শামির সংগ্রহে রয়েছে ৩১ টি উইকেট। এবার বিশ্বকাপে তার দরকার ১৪ টি উইকেট।

এবারের বিশ্বকাপ যদি ভারত নিজেদের ঝুলিতে পুরতে পারে তাহলে বিশ্বের প্রথম দেশ হিসাবে ভারত আয়োজক দেশ হিসেবে পর পর দুটি বিশ্বকাপ পাবে। এমন রেকর্ড আর অন্য কোন দেশের নেই। ভারতে শেষবার ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল এবং সেবার ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।