Rohit Sharma: আজ পর্যন্ত কারো নেই! রবিবার সেই রেকর্ডটিই গড়বেন রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদন : আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে শুরু হয়েছে টিম ইন্ডিয়ার (Team India) টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচেই জয়লাভ করে টিম ইন্ডিয়া, জয় লাভ করতেই ১-০ তে সিরিজের এগিয়ে যায়। টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে জয়লাভ করে সিরিজে এগিয়ে থাকার পাশাপাশি প্রথম ম্যাচেই রোহিত শর্মা (Rohit Sharma) একটি রেকর্ড গড়েন। ব্যাট করতে নেমে শূন্য রানে ফিরলেও তিনি প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে ১০০টি ম্যাচ জিতলেন।

তবে রোহিত শর্মা এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এমন রেকর্ড তৈরি করার পাশাপাশি তিনি আরও একটি রেকর্ড তৈরি করতে চলেছেন। যে রেকর্ডটি তিনি তৈরি করতে চলেছেন সেই রেকর্ডটি এখনো পর্যন্ত কোনো ক্রিকেটারের নেই। তিনিই প্রথম কোন ক্রিকেটার হিসাবে এই রেকর্ড গড়তে চলেছেন রবিবার। সবচেয়ে বড় বিষয় হলো, রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামলেই রোহিত শর্মার এই রেকর্ড তৈরি হয়ে যাবে।

১৪ জানুয়ারি রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে ইন্দোরে। ইতিমধ্যেই দুই দেশ মুখোমুখি হওয়ার জন্য পৌঁছে গিয়েছেন ইন্দোর। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে দুই দেশের খেলা। এই খেলাতেই এবার রোহিত শর্মা ১৫০ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। এটি হতে চলেছে তার একটি বড় রেকর্ড। কেননা ১৫০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড আর কোন খেলোয়াড়ের নেই।

আরও পড়ুন 👉 Rohit Sharma New Record: মহিলাদের থাকলেও পুরুষদের ছিল না, এবার সেই রেকর্ডটি গড়লেন রোহিত, নাম উঠলো ইতিহাসের পাতায়

শুধু ভারতীয় কোন ক্রিকেটার নন, বিশ্বের কোন ক্রিকেটার এখনো পর্যন্ত ১৫০ টি টোয়েন্টি ম্যাচ খেলেননি। তবে এবার সেই রেকর্ড গড়তে চলেছেন রোহিত শর্মা। রোহিত শর্মা এখন সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত ১৪৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৮৫৩ রানের মালিক। এই তালিকায় এখনো পর্যন্ত যারা রয়েছেন তাদের সঙ্গে অনেকটাই পার্থক্য রয়েছে রোহিত শর্মার।

রোহিত শর্মা যখন ১৫০ টি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলে রেকর্ড করতে চলেছেন তখন এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আয়ারল্যান্ডের PR Stirling। তিনি এখনো পর্যন্ত ১৩৪ টি-২০ ম্যাচ খেলেছেন। ১২৮ টি-২০ ম্যাচ খেলে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আয়ারল্যান্ডেরই GH Dockrell। অন্যান্যরা যারা রয়েছেন তারা এই তালিকায় অনেকটা পিছনে রয়েছেন।