নিজস্ব প্রতিবেদন : সারা বছরই কোন না কোন জায়গা থেকে উত্তরবঙ্গে পর্যটকদের আগমন হয়ে থাকে। পাহাড়ের কোলে নিরিবিলিতে কয়েকটা দিন কাটিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দূরদূরান্ত থেকে পর্যটকরা আসেন। পর্যটকরা উত্তরবঙ্গের যে সকল জায়গায় ঘুরতে আসেন তাদের মধ্যে যেমন রয়েছে দার্জিলিং সেই রকমই রয়েছে কালিম্পং সহ বিভিন্ন জায়গা।
তবে এবার যে সকল পর্যটকরা কালিম্পং যাওয়ার প্ল্যান করছেন তাদের পকেট থেকে খসবে বাড়তি টাকা। বাড়তি টাকা খসার পাশাপাশি লাগবে অনেক বেশি সময়ও। কেননা এবার শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার রুটে পরিবর্তন (Route Diversion North Bengal) আনা হয়েছে। কালিম্পং জেলা প্রশাসনিক তরফ থেকে সম্প্রতি এমন নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফ থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে মূলত বোল্ডার ধসের কারণে। যাতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে এসে কোনরকম ক্ষয়ক্ষতির মুখোমুখি না হন তার জন্য প্রশাসনিক তরফ থেকে তাদের নিরাপত্তার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার জন্য যানবাহন লাভা গরুবাথান রোড হয়ে যাতায়াত করবে। অন্যদিকে ২৭ মাইল ও কালিম্পং যাতায়াতকারী যানবাহন সামথার হয়ে যাতায়াত করবে।
আরও পড়ুন ? 6 Offbeat Destination: পকেটে ৫০০০ টাকা থাকলেই যথেষ্ট, ঘুরে আসা যাবে উত্তরবঙ্গের এই ৬ জায়গা
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ১০ নম্বর জাতীয় সড়কের লিকুভির এলাকায় লাগাতার বোল্ডার ধসের ঘটনা ঘটে চলেছে। যে কারণেই এমন ডাইভারশন করা হয়েছে। তবে এই ডাইভারশনের কারণে পর্যটকদের পর্যটকদের বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। কেননা ১০ নম্বর জাতীয় সড়কের পরিবর্তে অন্যান্য যে সকল রুটের কথা বলা হয়েছে সেগুলিতে যাতায়াত করলে একদিকে যেমন অনেকটাই সময় লাগবে ঠিক সেই রকমই পথ বেড়ে যাওয়ার কারণে খরচও বাড়বে।
১০ নম্বর জাতীয় সড়ক হয়ে শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়া এবং আসার জন্য সময় লাগে তিন ঘন্টা। কিন্তু লাভা গরুবাথান হয়ে যাতায়াত করলে সময় লাগবে কমবেশি সাড়ে চার ঘন্টা অর্থাৎ দেড় ঘন্টা সময় বেড়ে যাবে। এছাড়াও এই ঘুরপথে যাতায়াতের জন্য ১০০০ টাকা থেকে ১২০০ টাকা বেশি ভাড়া গুনতে হবে পর্যটকদের। পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সমস্যায় পড়তে হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।