6 Offbeat Destination: পকেটে ৫০০০ টাকা থাকলেই যথেষ্ট, ঘুরে আসা যাবে উত্তরবঙ্গের এই ৬ জায়গা

Visit these 6 offbeat destinations in North Bengal for just 5000 rupees: মার্চ মাস পড়তে না পড়তেই গ্রীষ্মের দাবদাহ তার রূপ দেখাতে শুরু করে দিয়েছে। এখনই গরমে প্রায় হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। এই গরমের হাত থেকে বাঁচতে একটু ঠান্ডার খোঁজে পাহাড়ি এলাকায় ঘুরতে যায় অনেকেই। অনেকেই আবার আর্থিক সমস্যার জন্য মনের ইচ্ছেটাকে মনেই চেপে রাখতে বাধ্য হয়। কিন্তু আর কোন সমস্যা নেই মাত্র পাঁচ হাজার টাকা থাকলে আপনি ঘুরে আসতে পারেন সুন্দর সুন্দর জায়গা থেকে। এমনই ৬ টি জায়গার (6 Offbeat Destination) সন্ধান দেবো আজকের এই প্রতিবেদনে।

পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা ভাবলেই বাঙালি বেছে নেয় দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এর মত জায়গাকে। এই সমস্ত এলাকার জনপদ গুলিতেও কিন্তু বেশ মনোমুগ্ধকর ঘোরার জায়গা রয়েছে। যেখানে যাতায়াত খরচ বা থাকার খরচ খুবই কম। মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা খরচ করতে পারলেই এইসব জায়গা থেকে অনায়াসে ঘুরে আসা যায়। চলুন দেখে নিই কোন ৬ টি পাহাড়ি এলাকা (6 Offbeat Destination) কম খরচে ঘোরার জন্য একেবারে পারফেক্ট।

1. দার্জিলিং জলপাইগুড়ির মতন এলাকায় প্রধান বাণিজ্য দ্রব্য গুলির মধ্যে অন্যতম হলো চা। জলপাইগুড়ি থেকে মাত্র ৯০ কিলোমিটারের পথ অতিক্রম করলেই দার্জিলিংয়ের কোলে ছোট্ট একটি চা বাগান “পুবুং”। সবুজ চা বাগান আর অর্কিডে ঘেরা ছোট্ট একটি সাজানো গ্রাম। পাহাড়ের ধাপে ধাপে রয়েছে জনবসতি আর সেখানেই আপনি পেয়ে যাবেন রাতে থাকার জন্য হোমস্টে।

2. দার্জিলিং যাওয়ার পথে সেঞ্চাল অভয়ারণ্যের মধ্যে রয়েছে চাটোকপুর। অভয়ারণ্যটিকে ঘুরে দেখতে চাইলে সব থেকে ভালো পছন্দ চটকপুর। আপনি চাইলে এখান থেকে টাইগার হিলও দেখে আসতে পারেন।

3. লাভা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে নেওরাভেলি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত লুংচু। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি স্বর্গোদ্যান। এপ্রিল মাসে এখানে দেখা মিলবে রডোডেনড্রন, হিমালয়ান পাখি, কাঞ্চনজঙ্ঘা সব কটাই।

আরও পড়ুন 👉 Darjeeling Pavilion Closed: দার্জিলিং ঘুরতে গিয়ে আর মিলবে না এই সুবিধা, বন্ধ করে দিল প্রশাসন

4. নিউ জলপাইগুড়ি থেকে মাত্র ৮৬ কিলোমিটার আর কালিম্পং থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত রামধুড়া। এক সময়ের এই ভার্জিন স্পটটি বর্তমানে পর্যটকদের আনাগোনায় সরগরম থাকে প্রায় সারা বছরই।

5. কালিম্পং ঘুরতে গেলে অবশ্যই যাবেন 5500 ফুট উচ্চতায় অবস্থিত পানবুদারাতে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায় একেবারে স্পষ্ট। সাথে রয়েছে সুন্দরী তিস্তা। এখানেই শেষ নয়, একই ফ্রেমে ধরা পড়তে পারে সেভকের রেল ব্রিজ ও করোনেশন ব্রিজ।

6. আর আছে প্যারেন। ডুয়ার্স ঘুরতে গেলে ঝালং আর বিন্দুর সাথে অবশ্যই ঘুরে আসবেন ভারত ভুটান সীমান্তের শেষ জনপদ প্যারেন। শিলিগুড়ি থেকে প্রায় ১২২ কিলোমিটার আর ঝালং থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই প্যারেন। এখানে রাত্রিবাসের একমাত্র ঠিকানা পশ্চিমবঙ্গ বনদপ্তরের তৈরি একটি কটেজ।