Royal Enfield Electric: পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বর্তমানে গাড়ি থেকে শুরু করে বাইক সমস্ত কিছুতেই আসছে বৈদ্যুতিক ভার্সন। বাইকপ্রেমীদের মধ্যে ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে মোটরসাইকেল সবকিছুরই চাহিদা বেশি। বৈদ্যুতিক বাইকের বাজারে ইতিমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক কিন্তু এখনও বাজারে আসেনি তবে আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ বাইকপ্রেমীদের মন কেড়েছে।
ভারতীয় বাজারে যে শুধুমাত্র ইলেকট্রিক বাইকের চাহিদা বৃদ্ধি পেয়েছে তা নয়, পাশাপাশি এসেছে সিএনজি বাইকও। ভারতীয় বাইকের বাজারে অন্যতম জনপ্রিয় সংস্থা হল বাজাজ এবং এই সংস্থার তৈরি ফ্রিডম বাইকের মার্কেটে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। জ্বালানির খরচ তেলের তুলনায় কম হলেও ইলেকট্রিক বাইকের মতো কম নয়।
আরো পড়ুন: মহাকাশে নজির গড়ল চীন, পিছনে ফেলল আমেরিকা এবং রাশিয়াকে
কিন্তু সম্প্রতি সমস্ত বাইককে পেছনে ফেলে দিয়েছে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক (Royal Enfield Electric)। ভারতীয় মার্কেটে এখনো অবধি না আসলেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে গ্রাহকদের মধ্যে এবং গ্রাহকেরা অপেক্ষায় রয়েছে এই বাইকের। প্রায় এক শতাব্দী ধরে বাইকের বাজারে রয়্যাল এনফিল্ড জনপ্রিয়তা ধরে রেখেছেন। রেট্রো ডিজাইনের সঙ্গে শক্তিশালী ইঞ্জিন, বাইকপ্রেমীদের কাছে সব সময়ই আবেগের নাম রয়্যাল এনফিল্ড। আজকের প্রতিবেদনেই রয়্যাল এনফিল্ড এর ইলেকট্রিক বাইক সম্পর্কেই জানবো।
আরো পড়ুন: ৬ লাখের এই গাড়িতে ছাড় পাবেন ১ লাখ টাকা, বাজার কাঁপাচ্ছে Tata-র এই SUV
রয়্যাল এনফিল্ডই ইলেকট্রিক বাইক মার্কেটে এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। নভেম্বর মাসের ৪ তারিখে লঞ্চ করার কথা এই বাইক। যদিও লঞ্চ করার আগেই তার টিজার প্রকাশিত হয়েছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এই বাইকের ছবিটিও। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে এটি হলো রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বাইক (Royal Enfield Electric)। টিজার দেখে স্পষ্ট যে বাইকটি ইলেকট্রিক বাইক এবং সকলের পছন্দের ক্লাসিক ডিজাইনের হতে চলেছে এই বাইকটি। তেলের ট্যাঙ্কের জায়গাটি ইলেকট্রিক বাইকে সম্ভবত স্টোরেজ স্পেস হতে পারে।
নিশ্চয়ই জানেন যে, ইলেকট্রিক বাইকের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল বাইকের রেঞ্জ। বিশেষজ্ঞরা আশা করছেন যে, রয়্যাল এনফিল্ডের বাইকটি (Royal Enfield Electric) এক চার্জে যেতে পারবে প্রায় ১৫০ কিমি। সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে নভেম্বরের ৪ তারিখ। কিন্তু গ্রাহকদের হাতে পেতে এখনো অনেক দিন সময় লাগবে, কারণ ২০২৬ সালে বিক্রি শুরু হতে পারে।