চলন্ত ট্রেন ধাওয়া করে দুধ পৌঁছে দুধের শিশুর খিদে মেটালেন আরপিএফ

নিজস্ব প্রতিবেদন : প্লাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এক হাতে বন্দুক অন্য হাতে দুধের প্যাকেট নিয়ে ছুটছেন এক আরপিএফ কনস্টেবল। সিসিটিভি ক্যামেরার দৌলতে ভারত জেনে গেছে চার বছরের এক দুধের শিশুর খিদে মেটাতে দৌড় দিয়েছিল ইন্দর যাদব।

ঘটনার কথা ট্যুইট করে জানান শিশুটির মা শাফিয়া হাসমি। তিনি বলেন, উত্তর প্রদেশের গোরক্ষপুর যাওয়ার পথে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল ভোপাল স্টেশনে। বাচ্চাটি অনেকক্ষণ কিছু খায়নি। সেইসময় স্টেশনে থাকা আরপিএফ কনস্টেবল ইন্দর যাদবকে সাহায্যের কথা বলেন। বাচ্চার জন্য দুধ আনতে হবে শুনেই দৌড় লাগান তিনি। স্টেশনের বাইরে থেকে দুধ কিনে ফেরার আগেই ট্রেন ছেড়ে দেয়। বাচ্চার মায়ের কাছে দুধের প্যাকেট পৌঁছে দেবার জন্য তিনি দৌড়াতে থাকেন। চলন্ত ট্রেন ধাওয়া করে নির্দিষ্ট বগিতে মায়ের কাছে দুধের প্যাকেট পৌঁছে দেন।

বাড়ি পৌঁছে শাফিয়া হাসমি ট্যুইর করে এই ঘটনার কথা বলেন। ইন্দর যাদবকে তিনি রিয়েল হিরো হিসাবে আখ্যা দেন। দুধ না থাকার জন্য বাচ্চাকে অনেকক্ষণ বিস্কুট খাইয়ে রাখতে হয়েছিল। দুধ না পেলে খুব সমস্যা হতো বলে তিনি জানান।

রেলমন্ত্রী পীযূস গোয়েল জানান, এই ঘটনা রেল পরিবারের কাছে গর্বের এবং ইন্দর যাদবকে এজন্য পুরস্কৃত করা হবে।

দেশ যখন করোনা, ঘূর্ণিঝড়ের মুখোমুখি হচ্ছে। প্রতিদিন খবরের উঠে আসছে পরিযায়ী শ্রমিক থেকে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা। তখন ইন্দর যাদবের দৌড় এক নতুন আশার কথা শোনাচ্ছে। সোশ্যাল মিডিয়াও প্রশংসায় ভরিয়ে দিয়েছে ইন্দর যাদবকে।