মাস্ক না পরলে, থুতু ফেললে জেল অথবা জরিমানা, কড়া হলো রেলের স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদন : একদিকে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা লক্ষ লক্ষ, অন্যদিকে উৎসবের মরসুমে কয়েকশো ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। আর ট্রেন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে বলেই অনুমান করা হচ্ছে রেলের তরফ থেকে। যে কারণে বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ ঠেকানোর দাওয়াই হিসাবে ভারতীয় রেলের তরফ থেকে কড়া স্বাস্থ্যবিধির কথা ঘোষণা করা হলো।

আরপিএফ-এর তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করে বলা হয়েছে, রেল যাত্রায় মাস্ক না পরলে, থুতু ফেললে অথবা কোনো যাত্রী যদি করোনা আক্রান্ত হয়ে ট্রেন তো দূরের কথা স্টেশন চত্বরে ঘোরাফেরা করেন তাহলে জেল অথবা জরিমানার মত শাস্তি হতে পারে। এর পাশাপাশি মাস্ক ঠিকভাবে না পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলিকেও দেখা হবে বলে জানানো হয়েছে। এরকম ৯টি বিধির কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আর এই সকল বিধিনিষেধ না মানা হলে আইনের প্রয়োগ করা হবে বলে জানানো হয়েছে আরপিএফ-এর তরফ থেকে। ১৯৮৯ সালের রেলওয়ে আইনের তিনটি ধারা প্রয়োগ করার কথা বলা হয়েছে। ১৪৫, ১৫৩ এবং ১৫৪ ধারা প্রয়োগ এর কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এর মধ্যে ১৫৩ ধারা প্রয়োগ হলে নিয়মভঙ্গকারীর পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। ১৫৪ ধারায় ১ বছর পর্যন্ত জেল হতে পারে এবং ১৪৬ ধারায় ৩ মাসের জেল হতে পারে। পাশাপাশি এই সকল ধারায় উল্লেখ রয়েছে জরিমানার কথাও। সুতরাং এই সকল ধারাগুলি প্রয়োগ করা হলে জেল অথবা জরিমানা অথবা একসঙ্গে দুটি প্রয়োগ করা হতে পারে।

আর এই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে উৎসবের মরসুমে যাতে সংক্রমণ ঠেকানো যায় তারজন্য বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে।