Advertisements

Sub Inspector Recruitment rules changed: রাজ্য পুলিশের নিয়োগের নিয়মে বদল, এবার আরও সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : চাকরির জন্য চাকরিপ্রার্থী বেকার যুবক-যুবতীরা দিনরাত এক করে পরিশ্রম করে থাকেন। এই সকল বেকার যুবক-যুবতীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পুলিশে চাকরির জন্য প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছেন। এবার সেই সকল চাকরিপ্রার্থীদের খুশির খবর দিল রাজ্য সরকার। কেননা রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগে (Sub Inspector Recruitment rules changed) একটি বদল আনা হয়েছে আর সেই বদলে অনেক বেশি সুবিধা পাবেন চাকরি প্রার্থীরা।

Advertisements

রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে ৫২৯ জনকে নিয়োগ করা হবে। রাজ্যের ২০২টি থানায় এই নিয়োগ হবে বলে জানা গিয়েছে। তবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে একটি বদল আনা হয়েছে এবং সেই বদলের ফলে অনেক বেশি চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে এবার অনেক বেশি চাকরি প্রার্থীদের জন্য আবেদনের রাস্তা খুলে যাচ্ছে।

Advertisements

পশ্চিমবঙ্গে যে সকল থানা রয়েছে সেই সকল থানাগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সাধারণ থানা, একটি বড় থানা এবং আরেকটি সাইবার থানা। এই তিন ধরনের থানার জন্য সাব-ইন্সপেক্টর নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি বের হবে বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছিল, ১০৫৮ জন সাব-ইন্সপেক্টর নিয়োগের বিষয়ে অনুমতি দিয়েছে রাজ্য সরকার, যদিও পরে জানা যায়, ৫২৯ জন সাব-ইন্সপেক্টর নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য।

Advertisements

আরও পড়ুন ? Village Police Salary: হাজার টাকা বৃদ্ধির পর এখন প্রতিমাসে কত পাবে ভিলেজ পুলিশরা! দেখে নিন হিসেব-নিকেশ

রাজ্যের যেহেতু সাধারণ থানার সংখ্যা অনেক বেশি তাই সাধারণ থানাগুলিতেই সবচেয়ে বেশি সাব ইন্সপেক্টর নিয়োগ হবে। সাধারণ থানাগুলিতে ৩৫৩ জন নতুন সাব-ইন্সপেক্টর নিয়োগ হতে চলেছেন। বড় যেসকল থানা রয়েছে সেগুলিতে ৫১ জন নতুন সাব-ইন্সপেক্টর নিয়োগ করা হতে পারে। বাকি ১২৫ জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হতে পারে সাইবার থানাগুলিতে। বর্তমানে সাইবার থানার সংখ্যা বেড়ে হয়েছে ৩৪।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীরা ২৭ বছর পর্যন্ত আবেদন করতে পারতেন। অর্থাৎ ২৭ বছর পার হয়ে গেলে আর তারা আবেদনের সুযোগ পেতেন না। তবে এবার সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ বছর বলেই জানা যাচ্ছে। নিয়মে এমন পরিবর্তন আনার ফলেই এখন অনেক বেশি চাকরি প্রার্থী সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলে প্রতিযোগিতাও অনেক বেড়ে যাবে।

Advertisements