HS Exam Rules Changed: আর পড়তে হবে না সমস্যায়, উচ্চমাধ্যমিক পরীক্ষায় আসছে বড় বদল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2024)। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো স্কুল জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। তবে এই বছর স্কুল জীবনের দ্বিতীয় বড় পরীক্ষাতেই বেশ কিছু অপ্রীতিকর ঘটনা সামনে আসে যেগুলি পরীক্ষার্থীদের কাছে অপ্রত্যাশিত। এবার এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য বড় পদক্ষেপ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

Advertisements

চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিন অর্থাৎ প্রথম ভাষার পরীক্ষার দিন মালদার একটি স্কুলের কয়েকজন পরীক্ষার্থী ভুল করে অন্য স্কুলে চলে যায় পরীক্ষা দেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই তাদের কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল তা নিয়ে বলার কিছু নেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদ সূত্রে জানা গিয়েছে, ওই পরীক্ষার্থীদের কোন ভুল ছিল না, বরং ওই স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের ভুল পরীক্ষা কেন্দ্রের নাম বলেছিলেন।

Advertisements

তবে শুধু মালদা নয়, এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনাতেও। যেখানকার মগরাহাট কুলদিয়া স্কুলের পরীক্ষার্থীরা দাবি করেছেন, স্কুলের তরফ থেকে তাদের পরীক্ষা কেন্দ্র হিসাবে যে স্কুলের নাম করা হয়েছিল সেখানে গিয়ে তারা দেখতে পান তাদের সিট সেখানে পড়েনি। এমনকি এই ঘটনার পর ওই পরীক্ষার্থীদের তরফ থেকে স্কুলের সঙ্গে যোগাযোগ করা হলে কোন শিক্ষকদের উত্তর পাওয়া যায়নি বলেও জানা গিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Higher Secondary Exam 2024: রুমে শুধু মেয়ে আর মেয়ে, একা ছেলে হয়ে যা করল এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

তবে এই সকল ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বড় বদল আনার ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তার ঘোষণা অনুযায়ী শিক্ষা সংসদ আগামী দিনে যে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তাতে এই ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই আশা করা হচ্ছে। এমন সিদ্ধান্ত মূলত পরীক্ষার্থীদের আগাম পরীক্ষা কেন্দ্র জানিয়ে দেওয়ার জন্যই।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সকল পরীক্ষার্থীরা বসবে তাদের আগাম পরীক্ষা কেন্দ্র জানিয়ে দেওয়া হবে। তাদের অ্যাডমিট কার্ডের মধ্যেই পরীক্ষা কেন্দ্রের নাম লেখা থাকবে। ঠিক যেমনটা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে হয়ে থাকে। শুধু পরীক্ষা কেন্দ্রের নাম নয়, এর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের ঠিকানাও লেখা থাকবে। ফলে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় স্কুল ভুল করার যে সকল ঘটনা ঘটেছে তা আর ঘটবে না বলেই আশা করা হচ্ছে।

Advertisements