ব্যাঙ্কের চার্জ বৃদ্ধি থেকে জুন মাসে বদলাচ্ছে এই ৫ নিয়ম

নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের শুরুতে দেশের বিভিন্ন ক্ষেত্রে নিয়মের নানান বদল ঘটে থাকে। ঠিক সেই রকমই মে মাস শেষ হতে চলল এবং জুন মাস শুরু হবে। নিয়মের বদল হওয়া সেই ধারাবাহিকতা বজায় রেখে ব্যাঙ্কিং সহ ৫টি ক্ষেত্রে আসছে বদল।

১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.০৫ শতাংশ করেছে। এই নতুন রেট কার্যকর হবে আগামী বুধবার অর্থাৎ ১ জুন থেকে।

২) মোটরবাইক অথবা চারচাকা কেনার কোন পরিকল্পনা থাকলে তা ১ জুনের আগে সেরে নেওয়া ভালো। কারণ ওই দিন থেকে বাড়তে চলেছে এই ধরনের যানবাহনের দাম। থার্ড পার্টি ইনসিওরেন্স প্রিমিয়াম বাড়ানো হচ্ছে। তিন বছরে একবার বাড়ছে এই দাম। এর ফলে এই ধরনের গাড়ির দাম বাড়তে চলেছে।

৩) ১ জুন থেকে সোনায় হলমার্কের দ্বিতীয় পর্যায় শুরু হতে চলেছে। এই পর্যায়ে দেশের ২৮৮টি জেলায় হলমার্কিংয়ের নিয়ম চালু হচ্ছে। সেক্ষেত্রে নতুন এই নিয়ম জারি হতে চলেছে ১৪, ১৮, ২০, ২২, ২৩ এবং ২৪ ক্যারাটের সোনার উপর।

৪) ইন্ডিয়ান পোস্ট অফিসে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে আধার নির্ভর লেনদেনের সীমা অতিক্রম করলে বাড়তি চার্জ দিতে হবে। এই নতুন নিয়ম চালু হবে আগামী ১৫ জুন থেকে। প্রতি মাসে তিনটি লেনদেন হবে বিনামূল্যে এবং এরপর চার্জ নেওয়া হবে ২০ টাকা সঙ্গে জিএসটি।

৫) অ্যাক্সিস ব্যাংকের গ্রাহকদের ক্ষেত্রে আসছে ব্যাপক পরিবর্তন। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা জমা রাখার পরিমাণ ১৫ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ২৫ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সার্ভিস চার্জ বাড়ানো হচ্ছে।

এছাড়াও প্রতিমাসের মত নতুন মাসের শুরুতে বদল হতে পারে রান্নার গ্যাসের দাম।