যাতে টাকা চোট না হয়, UPI লেনদেনের সময় মনে রাখতে হবে ৫টি বিষয়

নিজস্ব প্রতিবেদন : ভারতে প্রতিনিয়ত বাড়ছে ডিজিটাল লেনদেন। অনলাইনে টাকা পাঠানোর বিভিন্ন মাধ্যম ব্যবহার করার পাশাপাশি সবচেয়ে জনপ্রিয়তা বেড়েছে UPI লেনদেন। এই লেনদেন বৃদ্ধি পাওয়ার কারণ হল, সহজ সরল অর্থাৎ ব্যবহারোপযোগী।

তবে একদিকে যেমন ডিজিটাল লেনদেন এবং ইউপিআই বিভিন্ন অ্যাপের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে প্রতারণার ঘটনা। এছাড়াও তাড়াহুড়োবশত ভুল ক্লিক, ভুল নম্বর বসানো ইত্যাদির ফলে টাকা চোট হওয়ার ঘটনা ঘটে থাকে। এমন পরিস্থিতিতে এই ধরনের ইউপিআই লেনদেনের সময় মনে রাখতে হবে ৫টি বিষয়।

১) মোবাইল স্ক্রিন লক করে রাখার পাশাপাশি মোবাইলের মধ্যে যে সকল ব্যাংকিং অ্যাপ রয়েছে সেই সমস্ত অ্যাপ স্ক্রিন লক করে রাখতে হবে। ভালো কোন প্যাটার্ন, পিন ইত্যাদি দিয়ে রাখতে হবে যাতে আপনি ছাড়া তা কোনভাবেই কেউ না খুলতে পারেন।

২) কোনভাবেই অন্য কাউকে নিজের ইউপিআই অ্যাপের পিন শেয়ার করবেন না। প্রতারকরা অনেক ফন্দি এঁটে এই পিন নেওয়ার চেষ্টা করে। এ সকল থেকে নিজেকে দূরে রাখতে হবে।

৩) অজানা কোন লিংক এলে তাতে ক্লিক করলে হবে না। আগের সেই লিংক ভেরিফাই করতে হবে এবং তারপর ক্লিক করতে হবে। এছাড়াও যেকোনো ধরনের শর্ট লিঙ্কে ক্লিক করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে।

৪) ফোনে থাকা বিভিন্ন সংস্থার ইউপিআই অ্যাপ নিয়মিত আপডেট করতে হবে। বহু ক্ষেত্রেই দেখা যায় ব্যবহারকারীরা ফোনের স্টোরেজ নষ্ট হবে ভেবে অ্যাপ আপডেট করেন না। কিন্তু তা করলে হবে না।

৫) সময়ের সঙ্গে সঙ্গে ইউপিআই পিন বদল করতে হবে। দীর্ঘদিন ধরে একই পিন রেখে দেওয়া নিজের অ্যাকাউন্ট এবং অ্যাপের জন্য সুরক্ষিত নয়।