SAI Recruitment: জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে দরকার একটি ভালো জায়গায় চাকরি। সরকারি চাকরির স্বপ্ন তো অনেকেই দেখে কিন্তু পূরণ হয় কজনের? দীর্ঘ বছর অপেক্ষা করে থাকে বহু ছেলেমেয়ে সরকারি চাকরি পাবার জন্য, কিন্তু বহু ছেলেমেয়েরই সেই স্বপ্নপূরণ হয় না। যোগ্যতা থাকলেও নিয়োগের অভাবে সময় পেরিয়ে যায় বহু প্রার্থীর। রাজ্যের সরকারি চাকরির পরিস্থিতি বর্তমানে খুবই স্পর্শকাতর। লক্ষ লক্ষ যুবক যুবতী অপেক্ষা করছে উপযুক্ত চাকরির জন্য, কিন্তু সেভাবে কোনো পদেই নিয়োগ হচ্ছে না। তবে চিন্তার কারন নেই, একটি দুর্দান্ত সুখবর রয়েছে রাজ্যের যুবক যুবতীদের জন্য। আজকের এই প্রতিবেদনটি যদি পড়েন তাহলে দুর্দান্ত চাকরির সুযোগের সন্ধান পেয়ে যাবেন, যা বদলে দিতে পারে আপনার ভাগ্য।
নিশ্চয়ই এতক্ষণে জানতে ইচ্ছা করছে কোথায় নিয়োগ হচ্ছে? কোন পদে নিয়োগ হচ্ছে এবং বেতন কত? শিক্ষাগত যোগ্যতাই বা কি লাগবে? যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই প্রতিবেদনে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় (SAI Recruitment)রয়েছে কাজের সুযোগ। এই সংস্থার পক্ষ থেকেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নিয়োগের জন্য। হাতছাড়া করবেন না এই দুর্দান্ত সুযোগ।
কোন পদে (SAI Recruitment) নিয়োগ করা হচ্ছে?
অ্যাসেসর (মূল্যায়নকারী) পদে নিয়োগ করা হবে কর্মী।
শূন্যপদ কটি?
তিনটি শূন্যপদ (SAI Recruitment) রয়েছে। তবে চুক্তির ভিত্তিতে এক বছরের মেয়াদে নিয়োগ করা হবে। প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি করা হবে।
বেতন কত?
প্রতি মাসে ৫০, ৩০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
আবেদনের জন্য স্পোর্টস কোচিং-এ এনআইএস ডিপ্লোমা থাকা চাই।
আরও পড়ুন: হঠাৎ পিজি-কে শোকজ করল ইউজিসি, কারণ জানলে চমকে যাবেন
বয়সসীমা
প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে। বিস্তারিত জানতে হলে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়তে হবে।
কী ভাবে আবেদন করবেন?
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI Recruitment) ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করা যাবে আবেদনপত্রটি। শেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার তারিখ
২রা ফেব্রুয়ারি থেকে ১৭শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখলে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিষয় এবং শর্তাবলি সম্পর্কে।