ক’টি গাড়ি, ক’টি বাড়ি, অনুব্রতর দেহরক্ষী সায়গালের কি কি রয়েছে জানাল CBI

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কান্ড থেকে শুরু করে কয়লা পাচার কান্ড, ভোট-পরবর্তী হিংসা মামলায় জর্জরিত বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। যে তৃণমূল নেতার নির্দেশে বাঘে গরুতে এক ঘাটে জল খায় তিনি এখন একপ্রকার গৃহবন্দী। অন্যদিকে গরু পাচার কান্ডে আরও অস্বস্তি বাড়িয়েছে তার দেহরক্ষী সায়গাল হোসেনের গ্রেপ্তার হওয়া।

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গাল হোসেন গ্রেফতার হন মূলত আয়বহির্ভূত সম্পত্তির কারণে। তিনি একজন কনস্টেবল পদে চাকরি করে কিভাবে কোটি কোটি টাকার সম্পত্তি করলেন তা নিয়েই ওঠে প্রশ্ন। এই গরু পাচার কাণ্ডে একাধিকবার সিবিআই তলব পাওয়ার পর তিনি শেষমেষ থাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার বিরুদ্ধে অভিযোগ, আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব দিতে না পারা।

রবিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সিবিআই সায়গাল হোসেনের সম্পত্তির হিসেব নিকেশ তুলে ধরেছে। যেখানে দেখানো হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তার নামে। আদালত সিবিআইকে নির্দেশ দেয় সিজার লিস্ট তৈরি করে জমা করার। সিবিআই সূত্রে জানা যায় সায়গাল হোসেনের নামে ও বেনামে রয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি।

জানানো হয়েছে, বিঘার পর বিঘা জমি রয়েছে সায়গাল হোসেনের নামে। এছাড়াও রয়েছে পেট্রোল পাম্প। সায়গাল হোসেনের বিভিন্ন বাড়ি এবং ফ্ল্যাটে হানা দিয়ে মিলেছে অনেক জমির দলিল, সোনার গয়না ইত্যাদি। এর পাশাপাশি তার রয়েছে ৩ টি ১০ চাকার ট্রেলার এবং ছোট- বড় মিলিয়ে ১০ টি গাড়ি। রয়েছে, ৪ টি ফ্ল্যাট ও ৫ টি বাড়ি। নিউটাউনে ২ টি নির্মীয়মান বাড়িও রয়েছে।

রবিবার আদালতে সিবিআইয়ের তরফ থেকে এই সকল সম্পত্তির হিসেব নিকেশ তুলে ধরার পর বিচারক নির্দেশ দেন, এই সমস্ত তথ্য সিজার লিস্ট করে তুলে ধরার জন্য। গরু ও কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত সায়গাল হোসেন ৬ জুন গ্রেফতার হওয়ার পর এখনো পর্যন্ত সিবিআই হেফাজতে রয়েছেন।